shono
Advertisement
Vijaynagar'er Hirey Teaser

'বিজয়নগরের হীরে'র খোঁজে 'কাকাবাবু', এই শীতেই মারকাটারি অ্যাকশন দেখাবেন প্রসেনজিৎ, রইল ঝলক

টিজারেই দর্শকমহলের প্রত্যাশার পারদ চড়ালেন কাকাবাবু আর সন্তু।
Published By: Sandipta BhanjaPosted: 12:52 PM Dec 25, 2025Updated: 12:52 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহসকে সঙ্গী করে নতুন অভিযানে ঝাঁপিয়ে পড়লেন 'রাজা রায়চৌধুরী'। এবার 'বিজয়নগরের হীরে'র সন্ধানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগেভাগেই জানা গিয়েছিল যে, বড়দিনের একগুচ্ছ রিলিজের ভিড়ে 'কাকাবাবু'র এবার আসতে একটু দেরি হবে। এদিকে ঘোষণার পর থেকেই রাজা রায়চৌধুরীর নতুন অভিযান দেখার জন্য মুখিয়ে ছিল দর্শকমহল। তবে 'সান্তা' খুব একটা অপেক্ষা করালেন না! কাকাবাবু অনুরাগীদের কথা মাথায় রেখে বড়দিনেই প্রকাশ্যে এল 'বিজয়নগরের হীরে'র ঝলক। যেখানে ক্রাচ হাতেই মারকাটারি অ্যাকশনে কাঁপন ধরালেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ।

Advertisement

পয়লা ঝলকে দেখা গেল, কাকাবাবু এবার সদলবলে হাম্পি গিয়েছেন। সেখানে কীভাবে 'বিজয়নগরের হীরে'র রহস্য ফাঁস করবেন তিনি? সেই গল্পই পর্দায় তুলে ধরেছেন পরিচালক চন্দ্রাশীস রায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'বিজয়নগরের হিরে' গল্পের অবলম্বনে তৈরি হয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। টিজারে ফি বারের মতো ডাকাবুকো ব্যক্তিত্ব আর মগজাস্ত্রের কেরামতিতে কাকাবাবু অবতারে নজর কাড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'দোসর' সন্তুর ভূমিকায় দেখা গেল আরিয়ান ভৌমিককে। টিজারেই দর্শকমহলের প্রত্যাশার পারদ চড়ালেন কাকাবাবু আর সন্তু।

নতুন বছরের টলিউডের নতুন চমক 'বিজয়নগরের হীরে'। ২০২৬ সালের ২৩ জানুয়ারি সিনেপর্দায় নতুন অভিযান নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন 'কাকাবাবু' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তবে সন্তু ছাড়াও এবার কাকাবাবুর দোসর হবে জোজো, রিঙ্কু এবং রঞ্জনা।

প্রসঙ্গত, ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায় প্রথম উপহার দিয়েছিলেন ‘মিশর রহস্য’। তার পর ২০১৭ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’। তার প্রায় তিন বছর পর কাকাবাবুর বেশে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকবারই রাজা রায়চৌধুরীর চরিত্রে তাঁর কাছ থেকে নতুন কিছু পেয়েছেন দর্শকরা। কাকাবাবুর টানে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন আট থেকে আশির দর্শকরা। শেষবার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনি অবলম্বনে ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবারের প্রেক্ষাপট ‘বিজয়নগরের হিরে’। যে সিনেমা পরিচালনা করেছেন চন্দ্রাশীষ রায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাহসকে সঙ্গী করে নতুন অভিযানে ঝাঁপিয়ে পড়লেন 'রাজা রায়চৌধুরী'।
  • এবার 'বিজয়নগরের হীরে'র সন্ধানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
  • ক্রাচ হাতেই মারকাটারি অ্যাকশনে কাঁপন ধরালেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ।
Advertisement