shono
Advertisement

Breaking News

Arijit Singh

এবার অরিজিতের কণ্ঠে 'সাইয়ারা', গায়কের সুরের মায়াজালে বুঁদ লন্ডনের টটেনহ্যাম

লন্ডনের বুকে এমন একটা সন্ধ্যা যা অরিজিতের অনুরাগীরা সহজে ভুলতে পারবেন না।
Published By: Arani BhattacharyaPosted: 12:12 PM Sep 07, 2025Updated: 12:12 PM Sep 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর গায়কীতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। তিনি সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। তবে বিদেশেও তাঁর গুণমুগ্ধের সংখ্যাও নেহাত কম নয়। এবার বিদেশের মাটিতে আরও একবার নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মাতালেন অরিজিৎ। লন্ডনের টটেনহ্যামে এবার সাইয়ারার গান গেয়ে বিদেশের মাটিতে দর্শকের মন মাতালেন তিনি।

Advertisement

লন্ডনের বুকে এমন একটা সন্ধ্যা যা অরিজিতের অনুরাগীরা সহজে ভুলতে পারবেন না। সাইয়ারার জনপ্রিয় গানের সঙ্গে রেট্রো ভার্সনের সংমিশ্রণ ঘটিয়ে নতুনভাবে এই গানকে নতুনভাবে তুলে ধরেন অরিজিৎ। এই ছবির জনপ্রিয় গান গেয়েছেন কাশ্মিরী সঙ্গীতশিল্পী ফাহিম আব্দুল্লাহ। তাঁর কণ্ঠে ছবির এই গান প্রথম থেকেই এক অন্য মাত্রায় জনপ্রিয়তা পেয়েছিল। এবার তাতে নতুন মাত্রা যোগ করলেন অরিজিৎ। এছাড়াও এদিন নিজের জনপ্রিয় গান 'কেশরিয়া', 'কবিরা', 'মস্ত মগন''র মতো গানগুলিও মঞ্চে গান অরিজিৎ। তবে সেসবের মাঝেও অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে সাইয়ারা।

যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’ ১৮ই জুলাই মুক্তি পেয়েছিল বড়পর্দায়। ছবি মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অহন পান্ডে ও অনীত পাড্ডা। ছবি মুক্তির প্রথম দিনেই ছবির ব্যবসার দিক থেকেো এগিয়ে ছিল 'সাইয়ারা'। প্রথমদিনেই এই ছবির বক্সঅফিস কালেকশন পেরিয়েছিল ২০ কোটি। এই ছবি দেখতে রীতিমত ভিড় জমিয়েছেন হলে সিনেমা হলে দর্শক এবং ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছিল তাঁদের। ছবিতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর গায়কীতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। তিনি সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। তবে বিদেশেও তাঁর গুণমুগ্ধের সংখ্যাও নেহাত কম নয়।
  • এবার বিদেশের মাটিতে আরও একবার নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মাতালেন অরিজিৎ।
  • লন্ডনের টটেনহ্যামে এবার সাইয়ারার গান গেয়ে বিদেশের মাটিতে দর্শকের মন মাতালেন তিনি।
Advertisement