সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানযাত্রায় বিরূপ অভিজ্ঞতার শিকার হয়েছেন একাধিক বলি ও টলি অভিনেতা, শিল্পী, গায়করা। এবার সেই তালিকায় নবতম সংযোজন গায়িকা ইমন চক্রবর্তী। শিল্পী সম্প্রতি ইন্দোরে একটি কনসার্টে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে দিল্লি ফেরার সময় তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।

গোটা ঘটনা নিজের সোশাল মিডিয়ায় জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ইমন। গায়িকার অভিযোগ, এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে অতিরিক্ত টাকা দিয়েও নিজের পছন্দমতো আসন পাননি তিনি। শনিবার ইন্দোর থেকে শো শেষে দিল্লি ফেরার পথে এই বিপত্তি ঘটে। তিনি সোশাল মিডিয়া পেজে লিখেছেন, "এয়ার ইন্ডিয়ার টিকিট ছিল আমাদের। পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দিয়েছিলাম। কিন্তু আপনাদের কর্মীরা আমাদের সেই সিট দিয়ে দিল অন্য যাত্রীকে! এই ঘটনা একেবারেই অনৈতিক এবং গ্রহণযোগ্যও নয়।"
শিল্পী লেখার সঙ্গে সহমত হয়েছেন অনেকেই। কমেন্ট বিভাগে অনেকেই ওই বিমান সংস্থার সঙ্গে বিমানযাত্রার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, "গতমাসে আমাদের সঙ্গেও একইরকম ঘটনা ঘটেছে।" অপর একজন মন্তব্য করেছেন, "এই বিমান সংস্থার পরিষেবা দিনদিন খারাপ হচ্ছে।" তবে সকলেই যে ইমনের সঙ্গে সহমত হয়েছেন তা নয়। অনেকেই এই ঘটনার জেরে শিল্পীকে ট্রোল করতেও ছাড়েননি। একব্যক্তির দাবি, "এই সমস্যা গুলো দেখেছি বেশি উচ্চশিক্ষিত এবং হাইপ্রোফাইল মানুষদের সাথে হয় | আমাদের মত সাধারণ মানুষদের সাথে হয় না। সফটওয়্যারও বুঝে গেছে কোথায় সমস্যা তৈরি করলে সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া যাবে।"
ইমনও ছাড়েননি পালটা জবাব দিতে। শিল্পী প্রতিবাদ করে লিখেছেন, "আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এটাই ভাবে। একদম অসহ্য ও বিরক্তিকর।" জবাব পালটা জবাবে কার্যত তেতে উঠেছে নেটপাড়া।