সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীনা, কিরণ অতীত। জীবনে নতুন কেউ যে এসেছে তা শোনা গিয়েছিল। গত মাসে নিজের জন্মদিনের অনুষ্ঠানে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন আমির। নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন। আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন 'মিস্টার পারফেকশনিস্ট'। এক মুহূর্ত যেন আলাদা থাকতে পারছেন না দু'জনে। এবার চিনের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল নতুন জুটিকে। প্রেম যে জমে ক্ষীর, তা হাতে হাত ধরা দেখেই স্পষ্ট।

গত শনিবার ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে যোগ দেন আমির। ওই অনুষ্ঠানের এক ঝলক X হ্যান্ডেলে শেয়ার করেন আমিরের এক অনুরাগী। একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে দেখা গিয়েছে, গায়ে কালো রঙের শাল জড়ানো আমিরের। গৌরীর পরনে শাড়ি। দু'জনে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় চিনের অভিনেতা শেং টেং এবং মা লি-র সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন ছবিশিকারীরা। ততক্ষণে অবশ্য হেঁটে কিছুটা এগিয়ে গিয়েছেন গৌরী। তাঁর হাত ধরে দাঁড় করান আমির। হাসিমুখে চিনের অভিনেতাদের সঙ্গে জুটিতে ছবিও তোলেন তাঁরা।
বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী। এক সন্তানের মা। পঁচিশ বছরের বন্ধু তাঁরা। ভালো বন্ধু হলেও ‘দিল চাহাতা হ্যায়’ এবং ‘লাগান’ ছবি দুটি দেখেছেন গৌরী। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরীর। রীনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের যোগাযোগ। বছর দেড়েক আগে মন দেওয়া নেওয়া। আমিরের মনে হয়, গৌরীর সঙ্গেই নাকি শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব।
আবার গৌরী বরাবর ভদ্র, নরম মনের মানুষকে চাইতেন। তাই দুজনের জীবনের গতিপথ মিলে যেতে বিশেষ সময় লাগেনি। তবে প্রথমে আমির ও গৌরীর সম্পর্কের কথা জানতে পারেননি কেউ। ৬০ তম জন্মদিনে সব লুকোছাপা শেষ। কেক কাটার অনুষ্ঠানে নাকি সকলের সঙ্গে গৌরীর পরিচয় করান আমির। জানা গিয়েছে, গৌরীর সঙ্গে আমিরের পরিবারের সকলের বেশ সুসম্পর্ক রয়েছে।