সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বিতর্ক এড়িয়ে ৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে 'ধুরন্ধর'। প্যলা দিন থেকেই এই ছবির বক্স অফিস কালেকশন সকলকে চমকে দিয়েছে। এই ছবিতে রণবীর সিং ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন প্রমুখ। তবে বহু তারকার মাঝে যিনি সবথেকে বেশি অভিনয় নিয়ে আলোচিত ও প্রশংসিত হয়েছেন তিনি হলেন এই ছবির 'রহমান ডাকাত' অর্থাৎ অক্ষয় খান্না। তাঁর অভিনয় থেকে ছবির একটি বিশেষ গানে তাঁর নাচ ও ভঙ্গিমায় মুগ্ধ সকলে। এবার তাঁর প্রশংসায় মুখর হনে অভিনেত্রী আমিশা প্যাটেল।
এক সময়ে অক্ষয়ের সঙ্গে 'হামরাজ' ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন আমিশা। নিজের একসময়ের সহ-অভিনেতার প্রশংসা করেন আমিশা। জানান ঠিক কতটা গর্বিত তিনি অক্ষয়ের জন্য। অক্ষয়ের হয়ে গলা ফাটিয়ে আমিশা তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'আপনি যদি সোশাল মিডিয়ায় চর্চায় থাকতে চান তাহলে অবশ্যই অক্ষয় খান্নাকে নিয়ে লিখুন। যদি আপনি চান আপনার ছবি রমরমিয়ে ব্যবসা করুক তাহলেও অক্ষয় খান্নাকে নিন। আমার মনে হয় অক্ষয় খান্না নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং সকলের চোখ খুলে দিয়েছে যারা এত বছর অন্ধ হয়ে ছিলেন। হঠাৎ করেই সকলে যেন তাঁর জন্য পুরনো ভালোবাসা ফিরে পেয়েছেন। আমি তোমার জন্য গর্বিত অক্ষয়। এ যেন নিন্দুকের গালে সপাটে চড় মেরে স্বদর্পে তোমার ফিরে আসা যেন এক আলাদা নজির বহন করে। পিআর নয়, তোমার পারফরম্যান্সই কথা বলেছে।"
উল্লেখ্য, এই সিনেমার বিষয়বস্তু নিয়ে যত না আলোচনা, তার থেকেও বেশি চর্চায় 'ধুরন্ধর'-এর মিউজিক। বিশেষ করে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের ব়্যাপে বুঁদ আট-আশির প্রজন্ম। সোশাল মিডিয়া স্ক্রল করলেই বিভিন্ন রিলের ট্রেন্ডিং মিউজিক এখন অক্ষয়ময়। বর্তমানে বিশ্বজুড়ে ঝড় তুলেছে 'ধুরন্ধর' সিনেমার FA9LA ব়্যাপ। যা মুক্তির মাত্র কয়েক দিনেই চড়চড়িয়ে বেড়েছে শ্রোতা-অনুরাগীর সংখ্যা। আর এই র্যাপে অক্ষয়ের নাচ যেমন ট্রেন্ডিং তেমনই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।
