shono
Advertisement
KL Rahul

কবে ভূমিষ্ঠ হবে রাহুল-আথিয়ার সন্তান? জানিয়ে দিলেন সুনীল শেট্টি

হবু মা আথিয়ার অন্দরমহলের কথাও জানালেন সুনীল।
Published By: Sulaya SinghaPosted: 01:55 PM Mar 01, 2025Updated: 01:55 PM Mar 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারি মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন আথিয়া শেট্টি। কেএল রাহুলের পরিবারে আসছে খুদে অতিথি। এমন খবর জানা গিয়েছিল গত বছরই। কিন্তু ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ এলেও নতুন কোনও সুখবর পাননি অনুরাগীরা। কৌতূহল বেড়েছে। কবে ভূমিষ্ঠ হচ্ছে রাহুল-আথিয়ার সন্তান? এবার সেই কৌতূহল দূর করলেন আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টি।

Advertisement

সম্প্রতি চন্দা কোচারের পডকাস্টে এসে সুখবর দিলেন সুনীল। জানান, শীঘ্রই দাদু হতে চলেছেন তিনি। যা ভেবেই উচ্ছ্বসিত অভিনেতা। কিন্তু কবে আসছে নতুন অতিথি! সুনীল শেট্টি বলেন, "এখন সারাক্ষণ আমাদের নাতিকে নিয়েই কথাবার্তা হয়। আর কোনও আলোচনাই হয় না। অন্য বিষয় নিয়ে কেউ কথাই বলতে চায় না। এপ্রিলে কবে আমরা বাচ্চার মুখ দেখব, তারই দিন গুনছি।" তাঁর কথাতেই স্পষ্ট যে আগামী মাসে অর্থাৎ এপ্রিলেই মা হতে চলেছেন আথিয়া। সেই সময় অবশ্য আইপিএল চলবে। দিল্লির জার্সি গায়ে খেলায় ব্যস্ত থাকবেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য ছুটি নেবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।

তবে হবু মা আথিয়ার অন্দরমহলের কথাও জানালেন সুনীল। বললেন, "দিনভর আসন্ন বাচ্চাকে নিয়েই গল্প হয় পরিবারে। ছেলে হোক বা মেয়ে, সেটা বড় ব্যাপার নয়। আর আমার মনে হয় অন্তঃসত্ত্বা থাকাকালীনই কোনও মহিলাকে সবচেয়ে সুন্দর লাগে। আথিয়া হওয়ার সময় যেমন ওর মাকে ভীষণ সুন্দর লাগত। এখন আথিয়াকে সবচেয়ে সুন্দর দেখায়।"

২০১৯ সালে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাঁদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। গত বছরের নভেম্বর মাসে তারকা দম্পতি ঘোষণা করেন নতুন অতিথি আসার বিষয়টি। আর এবার ‘পেরেন্টহুডের’ পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর কথাতেই স্পষ্ট যে আগামী মাসে অর্থাৎ এপ্রিলেই মা হতে চলেছেন আথিয়া। সেই সময় অবশ্য আইপিএল চলবে।
  • দিল্লির জার্সি গায়ে খেলায় ব্যস্ত থাকবেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার।
  • সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য ছুটি নেবেন কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।
Advertisement