shono
Advertisement
Dev Raghu Dakat

ঘোড়সওয়ারি শিখছেন দেব, 'রঘু ডাকাত'-এর জন্য কড়া হোমওয়ার্ক সুপারস্টারের

পারদর্শী ঘোড়সওয়ারের সমস্ত খুঁটিনাটি, কলা-কৌশল শিখতে হচ্ছে দেবকে।
Published By: Sandipta BhanjaPosted: 07:41 PM Feb 05, 2025Updated: 07:41 PM Feb 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেপর্দায় কোনও চরিত্র ফুটিয়ে তুলতে কোনওরকম কসরত বাকি রাখেন না দেব। টলিউড সুপারস্টার কড়া হোমওয়ার্কে বিশ্বাসী। কথাতেই আছে, 'কষ্ট করলে কেষ্ট মেলে'। সেকথা যে দেবের (Dev) ক্ষেত্রে অক্ষরে অক্ষরে খাটে, তা বলাই বাহুল্য। 'গোলন্দাজ' ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দুবেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। ব্রিটিশ জমানায় ভারতীয় ফুটবলের জনকের চরিত্র আত্মস্থ করতে খালি পায়ে ফুটবলও প্র্যাকটিস করতে হয়েছিল দেবকে। যার জেরে পায়েও চোট পেয়েছিলেন তিনি। এবার 'রঘু ডাকাত'-এর (Raghu Dakat) ক্ষেত্রেও কড়া অনুশীলনে মন দিয়েছেন দেব। শিখছেন ঘোড়সওয়ারি।

Advertisement

'পাগলু' কিংবা 'দুই পৃথিবী'র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব। তাই তো মঙ্গলবার থেকেই ঘোড়া চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন টলিউড সুপারস্টার। ডাকাত সর্দার রঘুর ভূমিকায় অভিনয় করার জন্য পারদর্শী ঘোড়সওয়ারের সমস্ত খুঁটিনাটি, কলা-কৌশল শিখতে হবে। তাই দেব কোনওপ্রকার ফাঁক রাখছেন না। কারণ, ফিল্মি কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং শুরু করতে চলেছেন তিনি। তাই ইতিমধ্যেই তালিম নেওয়া শুরু করে দিয়েছেন। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা এবং কথা বলার ধরনও শিখতে হবে তাঁকে। তাই আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছেন দেব।

সম্প্রতি সরস্বতী পুজোর দিন প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে 'রঘু ডাকাত' শুভ মহরৎ সম্পন্ন হয়েছে। সেখানেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তাঁর ম্যাগনাম অপাসের চূড়ান্ত কাস্টিংয়ের ঝলক প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন। 'রঘু ডাকাত'-এ অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে খলচরিত্রে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে 'রঘু ডাকাত' দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। দেব-ধ্রুব জুটি এর আগেও 'গোলন্দাজ'-এ চমক দিয়েছে, এই পিরিয়ড ড্রামার ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা হলফ করে বলা যায়। ২০২৫ সালের পুজোয় যে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'রঘু ডাকাত'-এর ক্ষেত্রেও কড়া অনুশীলনে মন দিয়েছেন দেব। শিখছেন ঘোড়সওয়ারি।
  • ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা এবং কথা বলার ধরনও শিখতে হবে তাঁকে। তাই আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছেন দেব।
Advertisement