shono
Advertisement

Breaking News

Bhagyashree

পিকলবল খেলতে গিয়ে রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে ভাগ্যশ্রী, কপালে পড়ল ১৩টি সেলাই

কেমন আছেন অভিনেত্রী এখন?
Published By: Sandipta BhanjaPosted: 04:21 PM Mar 13, 2025Updated: 05:29 PM Mar 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিকলবল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার ভাগ্যশ্রী। কপাল ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড! যার জেরে অভিনেত্রীর কপালে মোট ১৩টি সেলাই পড়েছে। ভাগ্যশ্রী নিজেই সেই খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement

সোশাল মিডিয়ায় অভিনেত্রী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা গেল, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভাগ্যশ্রীকে। ভ্রুয়ের কাছে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে এক ছবিতে ধরা দিয়েছেন তিনি। সেটা দেখেই বোঝা গেল, তিনি আপাতত খানিক সুস্থ রয়েছেন। আসলে পিকলবল শক্ত হওয়ার ফলে খেলার মাঝে অসতর্ক হলেই যে কারও বিপত্তি হতে পারে। শরীরের কোনও অংশে সজোরে পিকলবল লাগলে গুরুতর চোট পেতে পারেন কেউ। ভাগ্যশ্রীর (Bhagyashree) ক্ষেত্রেও তাই হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছে তাঁর চোখ। খবর প্রকাশ্যে আসতেই ভাগ্যশ্রীর অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করেছেন। অনেকের পরামর্শ, 'ভবিষ্যতে খেলার সময়ে আরও সতর্ক থাকবেন।'

'ওয়ান ফিল্ম ওয়ান্ডার'। 'ম্যায়নে প্যায়ার কিয়া' ছবিতে অভিনয় করার পর এই তকমাই তিনি পেয়েছিলেন দর্শকদের কাছ থেকে। আজও যে ছবি বলিউডের প্রথম প্রেমের প্রতীক। পরবর্তীতেও অবশ্য অফারের কমতি ছিল না ভাগ্যশ্রীর কাছে। বলিউডে তাঁর ভবিষ্যৎ ছিল বেশ উজ্জ্বল। কিন্তু প্রযোজক-পরিচালকদের সমস্ত অফার হেলায় ফিরিয়ে দেন নায়িকা। এমন আবার কেউ করে নাকি, তাও আবার সংসারি হওয়ার জন্য? এই প্রশ্নগুলো তাঁকে হামেশাই শুনতে হয়েছে। এমনকী, প্রয়াত প্রযোজক যশ চোপড়া পর্যন্ত তাঁকে 'মূর্খ' বলে সম্বোধন করেছিলেন। তবে বরাবর নিজের শর্তে চলেছেন ভাগ্যশ্রী (Bhagyashree)। বলিউডের পর্দা থেকে দূরে থাকলেও লাইমলাইট থেকে দূরে নয় সলমন খানের হিট নায়িকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিকলবল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার ভাগ্যশ্রী। কপাল ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড!
  • যার জেরে অভিনেত্রীর কপালে মোট ১৩টি সেলাই পড়েছে।
  • ভাগ্যশ্রী নিজেই সেই খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
Advertisement