shono
Advertisement

Breaking News

Ceasefire

ভারত-পাক সংঘর্ষবিরতি সমর্থন বলি তারকাদের, কী বলছেন করণ-করিনারা?

আগামী ১২ মে, বেলা বারোটা পর্যন্ত জারি সংঘর্ষবিরতি।
Published By: Sayani SenPosted: 08:19 PM May 10, 2025Updated: 08:19 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের প্রত্যাঘাত শেষ। আপাতত সংঘর্ষবিরতিতে ভারত ও পাকিস্তান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলি তারকারা। সোশাল মিডিয়ায় মতামত শেয়ার করলেন করণ জোহর থেকে করিনা-সইফ। আবার বরুণ ধাওয়ান থেকে অনন্যা পাণ্ডেরা।

Advertisement

সোশাল মিডিয়ায় করণ জোহর সংঘর্ষবিরতি সংক্রান্ত প্রতিবেদন শেয়ার করেন। সঙ্গে জোড় হাত এবং ভালোবাসার ইমোজি পোস্ট করেছেন।

পাকিস্তানের কাপুরুষোচিত আচরণের তীব্র নিন্দা করেছিলেন। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিকেও সমর্থন করলেন করিনা কাপুর। সোশাল মিডিয়ায় লেখেন, "ঈশ্বর রক্ষা করলেন। জয় হিন্দ।" সঙ্গে ভারতের পতাকার ছবি যোগ করে দেন পোস্টে।

অভিনেতা বরুণ ধাওয়ান এবং অনন্যা পাণ্ডে ব্রেকিং নিউজের অংশ পোস্ট করেন। সঙ্গে জোড় হাত করা ইমোজি শেয়ার করেন।

সংঘর্ষবিরতির পরই ভারতীয় পতাকার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পরিণীতি চোপরা।

সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে করজোড়ে সমর্থন করেছেন হিনা খান। বলে রাখা ভালো, এর আগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করেন। অপারেশন সিঁদুরকে সমর্থন করেছিলেন। সে কারণে নিন্দুকদের সমালোচনার শিকারও হতে হয়েছিল তাঁকে। শনিবার তার পালটা জবাব দেন লড়াকু হিনা।  সবার প্রথম তিনি ভারতীয় বলে সোশাল মিডিয়া পোস্টে নিন্দুকদের সপাটে জবাব দেন। 

এছাড়া ঈশান খট্টর, তৃপ্তি দিমরিও সোশাল মিডিয়ায় সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেন। উল্লেখ্য, গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরনে ধর্ম পরিচয় বেছে জঙ্গি হামলায় খুন হন ২৬ জন। পাকিস্তানের হামলার পালটা প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর নেয় ভারতীয় সেনা। গত ৭ মে থেকে যুদ্ধের আবহ তৈরি হয়। এরপর ১০ মে বিকেল পাঁচটা থেকে শুরু হয় সংঘর্ষবিরতি। আগামী ১২ মে ভারত ও পাকিস্তানের ডিজিএমও-র মধ্যে বৈঠক। তারপরই পরবর্তী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রায় সকলেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংঘর্ষবিরতিতে ভারত ও পাকিস্তান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলি তারকারা।
  • সোশাল মিডিয়ায় মতামত শেয়ার করলেন করণ জোহর থেকে করিনা-সইফ। আবার বরুণ ধাওয়ান থেকে অনন্যা পাণ্ডেরা।
Advertisement