সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অসুস্থতার পর চলতি সপ্তাহে প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে হারিয়ে শোকে পাথর দেওল পরিবার। বৃহস্পতিবার সানি ও ববির তরফে মুম্বইয়ের অভিজাত এক হোটেলে স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। উদযাপিত হয় ধর্মেন্দ্রর চলচ্চিত্রময় জীবন। সমস্তটাই হয় সানি দেওল ও ববি দেওলের তত্ত্বাবধানে। কিন্তু এসবের মধ্যে কারও নজর এড়ায়নি যে বিষয় তা হল, ধর্মেন্দ্রর স্মরণসভায় হেমা মালিনী ও তাঁর দুই মেয়ের অনুপস্থিতি।
তবে সানি-ববি আয়োজিত স্মরণসভায় এদিন উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই মেয়ে অজিতা ও বিজয়েতা। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ধর্মেন্দ্রর স্মরণসভার ভিডিও। হেমার অনুপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সর্বত্র। এদিন ধর্মেন্দ্রর স্মরণসভায় এসেছিলেন রেখা, জ্যাকি শ্রফ, শাবানা আজমি, সলমন খান, শাহরুখ খান, আরিয়ান খান, ঐশ্বর্য রাই বচ্চন, সিদ্ধার্থ মালহোত্রা প্রমুখ। তবে সেখানে যোগদান না করলেও হেমা এদিন নিজের বাড়িতে ধর্মেন্দ্রর স্মৃতিতে পুজোপাঠ করেন।
এদিনের এই স্মরণসভা থেকে বেরিয়ে সোজা হেমার বাড়িতে যান গোবিন্দা-জায়া সুনীতা আহুজা। হেমার বাড়িতে ঠিক কীভাবে সবটা আয়োজন হয়েছে তা সুনীতাই ভাগ করে নেন। তিনি বলেন, "হেমাজির বাড়িতে ভজন ও ভগবত গীতা পাঠের আয়োজন করা হয়েছিল।হেমাজিকে দেখে আমার চোখের জল বাধ মানছিল না। আমি নিজেকে কীভাবে সামলাবো বুঝে উঠতে পারছিলাম না। একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে তাঁর জীবনে।" এদিনের এই ঘটনার পর থেকে বেশ জল্পনা বাড়ছে হেমার অনুপস্থিতিকে ঘিরে। দেওল পরিবারের অন্দরে ঠিক কোন পরিস্থিতি তৈরি হয়েছে ধর্মেন্দ্রর প্রয়াণের পর তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
