সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারের সকাল বলিউডের জন্য যেমন সুখবর বয়ে এনেছে, তেমনই দুঃসংবাদে জেরবারও করেছে! একদিকে যখন ভিকি-ক্যাটরিনার মা-বাবা হওয়ার খবরে উল্লাস বিনোদুনিয়ায় তখন শোকের ছায়া সুজান খান ও হৃতিক রোশনের পরিবারে। এদিন মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জায়েদ খান ও সুজান খানের মা জারিন খান। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন জারিন খান। প্রবাদপ্রতিম অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী জারিন. এদিন তাঁর প্রয়াণে তাঁকে শেষ শ্রদ্ধা জানতে এসেছিলেন বলিউডের বহু বিশিষ্টজন।
মাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকবিহ্বল অভিনেতা জায়েদ খান। এদিন সোশাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে মায়ের শেষযাত্রায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েন জায়েদ। এদিন মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জায়েদ-সুজানের মা জারিন খান। স্বাভাবিকভাবেই মাতৃবিয়োগে কান্নায় ভেঙে পড়েছেন তারকা ভাইবোন।এদিন জারিন খানের শেষকৃত্যে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন, রাকেশ রোশন, নার্গিস ফাকরি, রাকুল প্রিত সিং, জ্যাকি শ্রফ প্রমুখ। প্রাক্তন স্ত্রীর জীবনের এমন অঘটনে পাশে দাঁড়িয়েছিলেন হৃতিক নিজেও। প্রেমিকা সাবা আজাদকে নিয়ে পরিস্থিতি সামাল দিতে প্রাক্তন শ্বশুরবাড়িতে ছুটে যান হৃতিক রোশন।
প্রসঙ্গত, হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী এবং বর্তমান প্রেমিকার সখ্যতা দেখে এর আগেও মনে হয়েছে তাঁরা যেন হরিহর আত্মা! জনসমক্ষে তো বটেই এমনকী একে-অপরের প্রশংসায় পঞ্চমুখ বরাবর। কোনও মান-অভিমান নেই। তাই তো প্রাক্তন-বর্তমান সঙ্গীরা সব একছাদের তলায় দিব্যি পার্টি করেন। এর আগে সুজানকে প্রাক্তন স্বামী হৃতিক রোশন এবং বর্তমান প্রেমিক আরসালান গোনিকে নিয়ে জন্মদিন উদযাপন করতেও দেখা গিয়েছিল। এদিকে হৃতিক-সুজানও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুই সন্তানকে বড় করে তুলছেন। এবার প্রাক্তন শাশুড়ি জারিন খানের শেষকৃত্যে প্রেমিকাকে নিয়ে গিয়ে ফের চর্চায় বলিউড সুপারস্টার।
