সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে বাড়ল নিরাপত্তা। এমনকী শ্মশানঘাটে পৌঁছে গিয়েছেন হেমা মালিনি, সানি দেওল, ববি দেওল-সহ গোটা পরিবার। শ্মশানে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারাও। যদিও এখনও পর্যন্ত গুরুতর অসুস্থ বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ (Dharmendra Death) নিয়ে বিবৃতি দেয়নি তাঁর পরিবার। তবে প্রশ্ন উঠছে, ধর্মেন্দ্র কি প্রয়াত?
একাধিক সূত্রে নানা খবর সামনে আসছে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে। অভিনেতার বাড়ি থেকে একটি অ্যাম্বুল্যান্সকে শ্মশানঘাটে পৌঁছতে দেখা গিয়েছে। কোনও কোনও সংবাদমাধ্যমের দাবি, প্রয়াত হয়েছেন শোলে ছবির অমর চরিত্রাভিনেতা 'বীরু'। যদিও ক'দিন আগে মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোয় এবারে কিংবদন্তির প্রয়াণ নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। একটি সূত্র জানাচ্ছে, ভিলে পার্লে শ্মশানে মহারাষ্ট্রের বেশ কয়েক জন রাজনৈতিক নেতাও পৌঁছে গিয়েছেন হিন্দি ছবির হিট নায়ককে শেষ শ্রদ্ধা জানাতে। এদিকে বলি পরিচালক করণ জোহর ধর্মেন্দ্রর 'মৃত্যু'তে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে লিখেছেন- একটি যুগের অবসান হল। এতকিছুর পরেও আনুষ্ঠানিক ভাবে ধর্মেন্দ্র মৃত্যুর কথা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা তাঁর পরিবার। গোটাটাই এখনও পর্যন্ত রহস্যে ঢাকা।
উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। বলিউডের ‘হিম্যান’কে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন অনেকেই। অন্যদিকে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হেমা লেখেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলি কীভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে? যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময়ে পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন। আর আমাদের একান্তে থাকতে দিন।”
