shono
Advertisement
Chahal Dhanashree Divorce

চাহাল-ধনশ্রীর ডিভোর্স, 'ঈশ্বর রক্ষা করেছেন', বিচ্ছেদের পর বার্তা তারকা স্পিনারের

বেশ কয়েকদিন থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা চলছিল। 
Published By: Anwesha AdhikaryPosted: 10:00 AM Feb 21, 2025Updated: 02:17 PM Feb 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিভোর্স হয়ে গেল যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার (Chahal Dhanashree Divorce)। সূত্রের খবর, বৃহস্পতিবার বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজির ছিলেন তারকা দম্পতি। সেখানেই বিবাহবিচ্ছেদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডিভোর্সের পর ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে চাহাল লেখেন, ঈশ্বর নানা বিপদের হাত থেকে রক্ষা করেছেন। অন্যদিকে ধনশ্রীর ইনস্টাগ্রামে বার্তা, ঈশ্বরে বিশ্বাস রাখলে সব ভালো হয়। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা চলছিল। 

Advertisement

সূত্রের খবর, গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন জাতীয় দলের তারকা স্পিনার চাহাল এবং নৃত্যশিল্পী। সেই কথা আদালতে জানান তাঁরা। ডিভোর্সের কারণ হিসাবে জানান, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাঁদের ৪৫ মিনিট কথা বলতে নির্দেশ দেন। কাউন্সেলিংও হয় তাঁদের। সময়সীমা শেষ হওয়ার পরে দুজনেই জানান, ডিভোর্স চান তাঁরা। সেই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় বৃহস্পতিবারেই। বিকেল সাড়ে চারটে নাগাদ বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল-ধনশ্রীর।

বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনেই। তারকা স্পিনার ইনস্টা স্টোরিতে লেখেন, 'ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না। নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি, সেটাও আমার অজানা। সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ।'

ইনস্টা স্টোরিতে ধনশ্রী লিখেছেন, 'ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন। আজ যদি কোনও সমস্যার মধ্যে থাক, তাহলে জানবে তোমার কাছে দুটি বিকল্প আছে। সমস্যাগুলি নিয়ে দুশ্চিন্তা করতে পারো, অথবা নিজের সমস্ত সমস্যার ভার ঈশ্বরকে দিয়ে তাঁর কাছে প্রার্থনা করতে পারো। ঈশ্বর আমাদের ভালোর জন্য সবকিছু করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন জাতীয় দলের তারকা স্পিনার চাহাল এবং নৃত্যশিল্পী।
  • বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনেই।
  • ইনস্টা স্টোরিতে ধনশ্রী লিখেছেন, 'ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন।
Advertisement