shono
Advertisement
Chanchal Chowdhury-Pori Moni

হিংসায় উত্তপ্ত বাংলাদেশের বড়পর্দায় রবীন্দ্রনাথের ছোটগল্প, প্রথমবার চঞ্চল-পরী ম্যাজিক

কোন ভূমিকায় দেখা যাবে তাঁদের?
Published By: Sayani SenPosted: 10:13 AM Jan 19, 2026Updated: 01:43 PM Jan 19, 2026

হিংসার উত্তাপে ফুটছে বাংলাদেশ। তার জেরে বেশ বিপাকে চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। তবে তা কাজের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলতে পারেনি। এবার রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ছবিতে বড়পর্দায় দেখা যাবে তাঁকে। বিপরীতে পরীমণি (Pori Moni)। এই প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা।

Advertisement

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প 'শাস্তি'কেই ছবির পর্দায় ফুটিয়ে তোলা হবে। গল্পে দুই ভাই চিদাম এবং দুখিরামের পারিবারিক জীবন তুলে ধরা হয়েছে। সামান্য বিবাদের জেরে একদিন চিদাম আচমকা দুখিরামের স্ত্রীকে খুন করে। আইনের হাত থেকে বাঁচতে খুনের দায় নিজের স্ত্রী চন্দরার উপর চাপিয়ে দেয়। নির্দোষ হওয়া সত্ত্বেও একটিবারের জন্য প্রতিবাদ করেন চন্দরা। মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেয়েছিলেন চন্দরা। তাও মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। এই নীরবতাই যেন প্রতিবাদ। শাস্তি শুধু একটি খুনকে ঘিরে আবর্তিত গল্প নয়। এক মহিলার উপর আরোপিত অন্যায়, নৈতিক ভাঙন এবং সমাজের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। এই গল্পকে সেলুলয়েডের ফ্রেমে বাঁধবেন পরিচালনায় লিসা গাজি। তিনি জানান, সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট এবং সময়ের আবর্তে বদলে যাওয়া মূল্যবোধই হল এই ছবির মূল সুর। কীভাবে অবিচার এবং বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে নীরবতাকে হাতিয়ার করে লড়াই করা যায়, তা ফুটিয়ে তোলা হবে সেলুলয়েডে। তা বলে রবীন্দ্রনাথ মূল গল্পের প্রেক্ষাপটের কোনও বদল করা হবে না। আদতে পুরনো আখ্যানকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে পর্দায় ফুটিয়ে তুলবেন লিসা।

এই ছবিতে চিদাম এবং চন্দরার ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরী এবং পরীমণিকে। রাজনৈতিক চাপানউতোর চললেও বর্তমানে একাধিক ছবির কাজে ব্যস্ত চঞ্চল। তানিম সূর পরিচালিত 'বনলতা এক্সপ্রেস' এবং রেদওয়ান রনির 'দম' ছবির কাজ করছিলেন তিনি। সম্প্রতি 'উৎসব' ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। আবার পরীমণি ব্যক্তিগত কারণে কেরিয়ার থেকে কিছুটা দূরে। যদিও এর মাঝে 'ডোডোর গল্প' নামে একটি ছবিতে কাজ করেছেন। ছবিটির শুটিং শেষ। তবে মুক্তি নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। সাময়িক বিরতির পর এবার চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে ফের পর্দায় ম্যাজিক করবেন পরীমণি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement