shono
Advertisement
Disha Patani Talwiinder

প্রকাশ্যে মুখোশ পরা প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ দিশা! 'জোকার বিয়েতেও এভাবেই বসবে?' উড়ে এল কটাক্ষ

পাঞ্জাবি গায়কের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিশা পাটানির?
Published By: Sandipta BhanjaPosted: 07:00 PM Jan 26, 2026Updated: 07:11 PM Jan 26, 2026

২০২২ সালেই টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন দিশা পাটানি। একসময়ে যে যুগলের একসঙ্গে ঘাম ঝরানোর ছবি-ভিডিওতে অনুপ্রেরণা কুড়োত টিনসেন টাউন, সেখানে দিশা-টাইগার এখন বিপরীত মেরুর বাসিন্দা। প্রেম-সহবাস সব সম্পর্ক চুকিয়ে বলিউডের 'বম্বসেল' নাকি বর্তমানে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর প্রেমে পড়েছেন! টিনসেল টাউনে এহেন গুঞ্জনের মাঝেই লোলাপালুজা ইন্ডিয়া কনসার্টে পাঞ্জাবি গায়কের সঙ্গে দিশার যেরকম মাখোমাখো রসায়ন ক্যামেরাবন্দি হল, তা চলতি জল্পনার পালে আরও হাওয়া দিল, বললেও অত্যুক্তি হয় না।

Advertisement

সদ্য লোলাপালুজার কনসার্ট থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল, প্রেমের গুঞ্জনের আবহে কোনওরকম কুণ্ঠাবোধ না রেখেই তালবিন্দরের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করছেন দিশা পাটানি। একে-অপরের সঙ্গে কথোপকথনেও মশগুল। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। যা দেখে অনুরাগীদের অনুমান, এই সুযোগেই প্রেমে সিলমোহর বসালেন দিশা-তালবিন্দর। আসলে কৃতী স্যাননের বোন নুপূরের বিয়ের আসর থেকেই দিশা-তালবিন্দরের প্রেমের জল্পনার সূত্রপাত। যেখানে নজর কাড়ে নতুন প্রেমিকের সঙ্গে বলিউড 'বম্বসেলে'র মাখোমাখো রসায়ন। যে জল্পনাযজ্ঞে আরও ঘৃতাহূতি করে দিশার 'বেস্ট ফ্রেন্ড' মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরের এক ভিডিও। যেখানে দেখা যায়, পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে পাঞ্জাবি গায়ককে বাঁচাতে প্রাণপণ ছুটছেন মৌনী! এমনকী নুপূর স্যাননের বিয়ের ককটেল পার্টিতেও মৌনীর স্বামী সূরয নাম্বিয়ারের সঙ্গে খোশগল্প করতে দেখা গিয়েছে দিশা-তালবিন্দরকে। এসবের মাঝেই এবার দিশার 'প্রেমচর্যা'র জল্পনাযজ্ঞে ঘূতাহূতি করল হাতে হাত রাখার ভিডিও।

যদিও দিশা পাটানির 'সিঙ্গল' তকমা ঘোচায় উচ্ছ্বসিত অনুরাগীমহল, তবে একাংশ এবার তালবিন্দরের 'অদ্ভূত লুক' নিয়ে কটাক্ষ করেছেন। মুখে রং মেখে আসল চেহারা অন্তরালেই রাখেন গায়ক। এমনকী এহেন লুকেই মঞ্চে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। এবার লোলাপালুজা ইন্ডিয়ার কনসার্টেও তার ব্যতিক্রম হয়নি। যা দেখে নিন্দুকদের কটাক্ষ 'জোকার বিয়েতেও কি এভাবেই বসবে?' কেউ বা আবার অতীত হাতড়ে টাইগার শ্রফের সঙ্গে তালবিন্দরের তুলনা টানলেন। সবমিলিয়ে দিশা-তালবিন্দরের 'মাখামাখি' এখন 'টক অফ দ্য টাউন'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement