shono
Advertisement
Varun Dhawan

মেট্রোর ভিতর হাতল ধরে দোলদোল দুলুনি! 'হিরোগিরি' দেখিয়ে কর্তৃপক্ষের রোষানলে বরুণ ধাওয়ান

মেট্রোর হাতল ধরে স্টান্ট! বরুণের ভিডিও দেখে সতর্ক করল মহা-মুম্বই মেট্রো কর্তৃপক্ষ।
Published By: Sandipta BhanjaPosted: 05:58 PM Jan 26, 2026Updated: 06:09 PM Jan 26, 2026

'বর্ডার ২' সিনেমায় জওয়ানের উর্দি গায়ে এই মুহূর্তে ভূয়সী প্রশংসা কুড়োচ্ছেন বরুণ ধাওয়ান  (Varun Dhawan)। ট্রেলার-টিজারে যে অভিনেতাকে দেখে সোশাল পাড়ার একাংশ দিন কয়েক আগেই কটুক্তির ঝড় বইয়ে দিয়েছিলেন, তাঁরাই এখন বরুণের 'বর্ডার' পারফরম্যান্স দেখে ধন্য ধন্য করছেন। এমনকী অভিনেতার পোস্টারেও দুধাভিষেক করা হচ্ছে কোথাও কোথাও। তবে এমন আবহেই মেট্রোর ভিতর 'হিরোগিরি' দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন বরুণ ধাওয়ান।

Advertisement

মায়ানগরীর তীব্র যানজট এড়াতে সম্প্রতি মেট্রোর শরণাপন্ন হন বরুণ ধাওয়ান। এক্ষেত্রে 'রথ দেখা'র সঙ্গে 'কলা বেচাও' সফল হয় তাঁর! নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছনোর পাশাপাশি 'বর্ডার ২'-এর প্রচারও সারেন অভিনেতা। যদিও বলিউড তারকাদের এহেন প্রচার কৌশলী নতুন নয়! সিনেমা মুক্তি আসন্ন হলেই মেট্রো রাইডে মেতে ওঠেন তারকারা। বরুণ ধাওয়ানও তেমনই স্ট্র্যাটেজি খাটিয়েছিলেন! কিন্তু প্রশংসার বদলে অভিনেতার কপালে জুটল একরাশ নিন্দে-সমালোচনা। কিন্তু কেন? আসলে মেট্রোর ভিতর যাত্রীদের জন্য বরাদ্দ হাতল ধরে দোল খাচ্ছিলেন বরুণ ধাওয়ান। আর স্টান্টের এহেন অভিনব পন্থার মুহূর্ত নেটভুবনে ভাইরাল হতেই বেধড়ক সমালোচনার শিকার হতে হচ্ছে তাঁকে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, তারকার খোলস ছেড়ে বরুণ যেন নিতান্তই আম আদমি। মেট্রোর যাত্রীদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত। এমনকী বর্ডার ২ দেখতে তাঁরা কোন সিনেমাহলে যাবেন? সেকথাও জিজ্ঞেস করছিলেন সকলকে। তার ঠিক কিছুক্ষণ বাদেই হাতল ধরে স্টান্ট করা শুরু করেন অভিনেতা। যে ভিডিও প্রকাশ্যে আসতেই বলিউড তারকার বিরুদ্ধে সরব হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শুধু তাই নয়, মেট্রো অপারেটর এমএমএমওসিএল-এর পেজ থেকেও বরুণের ভিডিও শেয়ার করে কড়া সমালোচনা করা হয়েছে। বরুণকে হুঁশিয়ারি দেগে সেই পোস্টে উল্লেখ, "অ্যাকশন সিনেমার মতো এই ভিডিওর ক্যাপশনেও সতর্কবাণী জুড়ে দেওয়া উচিত ছিল আপনার। মহা মুম্বাই মেট্রোতে এসব স্টান্ট দেখানোর চেষ্টা করবেন না বরুণ ধাওয়ান। মেট্রোর ভিতরে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করাটা বেশ মজার, আমরা বুঝি। তবে ওই হাতলগুলি ঝুলে থাকার জন্য নয়। মেট্রোর ভিতর এহেন কর্মকাণ্ড আইনত অপরাধ। এবং এর জন্যে কারাদণ্ডও হতে পারে। ভবিষ্যতে দায়িত্ববাণ নাগরিকের মতোই মেট্রোয় ভ্রমণ করুন।" যদিও অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ইতিমধ্যেই ভাইরাল ওই ভিডিও ঘিরে মারাত্মক সমালোচনার মুখে পড়তে হচ্ছে বরুণ ধাওয়ানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement