shono
Advertisement
OCD trailer

'পরিচ্ছন্নতার নেশাই নিঁখুত বদলার ব্লু প্রিন্ট', জয়ার 'ওসিডি' ট্রেলারে নির্যাতনের রোমহর্ষক কাহিনি

জয়ার 'ওসিডি'র হাত ধরেই বড়পর্দায় 'ভুতু' আর্শিয়া মুখোপাধ্যায়। ট্রেলারেই স্পষ্ট যে, ছবিতে আর্শিয়াকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
Published By: Sandipta BhanjaPosted: 02:33 PM Jan 26, 2026Updated: 02:33 PM Jan 26, 2026

'ওসিডি' অর্থাৎ 'অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার' এমন এক সমস্যা যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে এই রোগে আক্রান্ত মানুষদের। শৈশবের অনভিপ্রেত অভিজ্ঞতা কীভাবে সেই পরিচ্ছন্নতার নেশার সঙ্গে মিলেমিশে একের পর এক 'ক্রাইম' করে, পর্দায় সেই 'ব্লু প্রিন্ট' তুলে ধরবেন সৌকর্য ঘোষাল।

Advertisement

শৈশবের একটা তিক্ত অভিজ্ঞতা কীভাবে একটা শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, সৌকর্য ঘোষালের পরবর্তী সিনেমা 'ওসিডি'র ট্রেলারে সেই কাহিনিই ফুটে উঠল। শৈশবের কোনও খারাপ অভিজ্ঞতা যখন লিঙ্গ নির্বিশেষে কোনও শিশুকে সারাজীবন বয়ে বেড়াতে হয়, তখন আগামীতে সেটা তাকে কতটা ভয়ানক প্রতিশোধস্পৃহ করে তোলে কিংবা একজন মানুষের অপরাধপ্রবণতার জন্ম দেয়, জয়া আহসান অভিনীত সিনেমার ঝলকে সেই বাস্তবতাই ফুটে উঠল পরতে পরতে।

শটের ফাঁকে পরিচালক সৌকর্য ঘোষালের সঙ্গে জয়া আহসান, ছবি- ইনস্টাগ্রাম

গল্পটা কীরকম? শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবকে কেন্দ্র করেই 'ওসিডি'র গল্প এগিয়েছে। সেই সূত্র ধরেই এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক সৌকর্য ঘোষাল। ছবিতে একজন শ্বেতা নামে এক চিকিৎসকের ভূমিকায় রয়েছেন জয়া আহসান। অতীতের ধূসর ছায়া যার জীবনজুড়ে। আর মনে জমে থাকা সেই 'কালমেঘ' তাকে তাড়া করে বেড়ায় সবসময়ে। শ্বেতার সেই অতীত সম্পর্কে আচমকাই এক রোগী জেনে যাওয়ায় তাকে চরম পরিণতি ভোগ করতে হয়। আশেপাশে থাকা, তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষের প্রতিই শ্বেতার বিতৃষ্ণা জন্মায়। এহেন শ্বেতার কী পরিণতি হয়? সাইকোলজিক্যাল থ্রিলার 'ওসিডি' ছবিতেই সেই গল্প ফুটে উঠবে।

আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'ওসিডি'। তার প্রাক্কালেই কৌতূহলের পারদ চড়াল সিনেমার ট্রেলার। উল্লেখ্য, এই সিনেমার হাত ধরেই টেলিপর্দার প্রিয় 'ভূতু' ওরফে আর্শিয়া মুখোপাধ্যায় বড়পর্দায় পা রাখতে চলেছে। আর পয়লা ছবিতেই জয়া আহসান, কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়েদর মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার গকরেছে সে। ট্রেলারেই স্পষ্ট হল যে, 'ওসিডি'তে আর্শিয়াকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement