সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর নাইটক্লাবে মধ্যমা প্রদর্শন করে আইনি বিপাকে আরিয়ান খান। এবার শাহরুখপুত্র বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বেঙ্গালুরুর কিউবন পার্ক থানায়। সূত্রের খবর, সংশ্লিষ্ট ইস্যুতে খুব শিগগিরি পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে 'ব্যাডস অফ বলিউড' পরিচালককে।
একুশ সালের নভেম্বর মাসে প্রমোদতরীর মাদককাণ্ডে নাম জড়ানোয় এক মাস প্রাসাদোপম মন্নত ছেড়ে আরিয়ান খানকে রাত কাটাতে হয়েছিল জেলে। সেই 'অভিশপ্ত অধ্যায়' কাটিয়ে 'ব্যাডস অফ বলিউড'-এর সুবাদে পরিচালক হিসেবে নাম লেখালেও বিতর্ক কিন্তু পিছু ছাড়েনি আরিয়ান খানের। এবার বেঙ্গালুরুর এক নিশিঠেকে অশালীন আচরণের অভিযোগ উঠল 'বলিউড সিম্বা'র বিরুদ্ধে। এএনআই সূত্রে খবর, সাঙ্কে রোডের বাসিন্দা, পেশায় আইনজীবী ওয়েইজ হুসেইন এস আরিয়ানের বিরুদ্ধে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, অশালীন অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে অভিযোগ জমা পড়েছে কর্নাটকের রাজ্য মহিলা কমিশনেও। ওই আইনজীবীর দাবি, ওই পাবে সেদিন অনেক মহিলা হাজির ছিলেন, মধ্যমা দেখিয়ে তাঁদেরও অপমান করেছেন আরিয়ান খান। বাদশাপুত্রের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়, পুলিশের কাছে আর্জি ওই আইনজীবীর।
গত ২৮ নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে বেঙ্গালুরুর এক নাইটক্লাবে হাজির হন আরিয়ান। তাঁর সঙ্গী ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং সেখানকার স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদ। সদ্য বলিউডে হাতেখড়ি হওয়া পরিচালককে দেখে স্বাভাবিকভাবেই পাবে আগত অতিথিদের অ্য়াড্রিনালিন রাশ তুঙ্গে পৌঁছয়! তারস্বরে গান, চিৎকার -চেঁচামেচির মাঝেই আরিয়ানকে স্বাগত জানান সকলে। বাদশাপুত্র তখন নাইটক্লাবের ব্যালকনিতে দাঁড়িয়ে। পাশে দাঁড়ানো মন্ত্রী-বিধায়কের ছেলেরা। উপস্থিত জনতার উল্লাস দেখে ব্যালকনি থেকেই তাঁদের উদ্দেশে মধ্যমা দেখান শাহরুখপুত্র। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই ফের বিতর্কের শিরোনামে নাম লেখালেন আরিয়ান খান। যে ভিডিও শেয়ার করে বেঙ্গালুরুর বাসিন্দাদের একাংশ সোশাল পাড়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। শুধু তাই নয়। স্থানীয় অশোকনগর থানার পুলিশকে ট্যাগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছিলেন তাঁরা। সেই প্রেক্ষিতেই এবার অভিযোগ জমা পড়ল কিউবন পার্ক থানায়।
শুক্রবার জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই ওই নাইটক্লাবের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বিশেষ করে তাঁর কাছ থেকে পুলিশ জানতে চেয়েছে কোন প্রেক্ষিতে আরিয়ান খান এমন আচরণ করলেন? পাবে উপস্থিত অতিথিদের চিৎকার-চেঁচামেচি দেখে এমনিই মধ্যমা প্রদর্শন করেছেন, নাকি আদৌ এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? আরিয়ানের আচরণে যে হারে বেঙ্গালুরুতে নিন্দার ঝড় উঠেছে, তাতে বিষয়টি কোন দিকে গড়ায়, সেটাই দেখার।
