স্টাফ রিপোর্টার: এখন থেকে টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের খেয়ালও রাখবে ফেডারেশন। স্টুডিওর মধ্যেই রাজ্যের অভিজ্ঞ চিকিৎসদের কাছে প্রয়োজনে নিজেদের কাউন্সেলিং করাতে পারবেন তাঁরা। দেশের মধ্যে এই প্রথম টিভি-সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে এমন পরিষেবা চালু করছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া।
বৃহস্পতিবার রাজ্যের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ উপস্থিতিতে এমনই ঘোষণা করেছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। মূলত ফেডারেশন সভাপতির উদ্যোগেই এসএসকেএম হাসপাতাল ও ইনস্টিটিউট অফ সাইকায়াট্রিক বিভাগের সহায়তায় টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে চালু হচ্ছে অভিনব এই কাউন্সেলিং শিবির। স্বরূপের কথায়, "আপতত মাসে তিনদিন এই শিবির বসবে। চিকিৎসার প্রয়োজন হলে পিজি হাসপাতালে ভর্তি ও অন্যান্য যাবতীয় ব্যবস্থার দায়িত্ব নিখরচায় সামলাবে ফেডারেশন। যাঁরা এই চিকিৎসা নেবেন, তাঁদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।" কাউন্সেলিং শিবিরে নাম নথিভুক্ত করার জন্য একটি বিশেষ ওয়েবসাইটও চালু করে ফেডারেশন। এছাড়া হেল্পলাইন নম্বর ৮০১৭০৬৬৬৬৬ ফোন করেও বুকিং করতে পারবেন শিল্পী ও কলাকুশলীরা।
বছর কয়েকের মধ্যে একের পর এক টলিপাড়ায় শিল্পী-কলাকুশলীরা মানসিক অবসাদের জেরে অসুস্থ থেকে শুরু করে আত্মঘাতী পর্যন্ত হচ্ছেন। একাধিক সিরিয়ালের শিল্পীদের জীবনে নানা অঘটনও ঘটেছে। কিছুদিন আগে এক চিত্রগ্রাহক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন, বলে অভিযোগ। এদিন টেকনিশিয়ান স্টুডিওতে মনোরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট চিত্রপরিচালক-প্রযোজকদের উপস্থিতিতে এমনই একাধিক তথ্য তুলে ধরেন ফেডারেশনের কর্তারা। বিষয়টি উল্লেখ করে ফেডারেশন সভাপতি বলেন, "পর্দার জগতের পেশাটাই এমন, এখানে নানা চড়াই-উতরাই থাকবে। আজ যাঁর ছবি হিট, কিছুদিন বাদে তাঁর অন্য ছবি ফ্লপ হতেই পারে। তার মানে জীবন তো থেমে যাবে না। তবে মনের টানাপোড়নে অবসাদ আসতেই পারে। তাই আধুনিক চিকিৎসা ও সামাজিক মনস্তত্ত্বের বিশ্লেষণ করেই ফেডারেশন কাউন্সেলিং করার সিদ্ধান্ত নিয়েছে।" তবে স্বরূপ স্পষ্ট করে দেন, "শুধু অবসাদগ্রস্ত নয়, শিল্পী কলাকুশলীদের যে কেউ চাইলে এই শিবিরে এসে বিশেষজ্ঞ ও মনোবিদদের পরামর্শ নিতেই পারেন।"
এদিন এসএসকেএমের এমএসভিপি পীযূষকুমার রায় বলেন, "প্রথমে ফেডারেশনের সভাপতি আমাদের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তাঁর উদ্যোগে এই শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে আমাদের বিশেষজ্ঞরা সব রকম সাহায্য করবেন। কাউন্সেলিংয়ের পর যাদের চিকিৎসার প্রয়োজন হবে তাঁদের চিকিৎসাও আমাদের অভিজ্ঞ চিকিৎসকরা করবেন।" এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন ইনস্টিটিউট অফ সাইকায়াট্রিকের ডিরেক্টর অমিতকুমার ভট্টাচার্য, মনস্তাত্ত্বিক সমাজকর্ম বিভাগের প্রধান মায়াঙ্ক কুমার, চিত্রপরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত, নিশপাল সিং, অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নীলাঞ্জনা শর্মা, ইন্দ্রদীপ দাশগুপ্ত-সহ অন্যরা।
