সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ ও ধর্ষণের ভিডিও করার অভিযোগ উঠেছিল মইনুল আহসান নোবেলের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় নোবেলকে বড়সড় নির্দেশ বাংলাদেশের আদালতের। অভিযোগকারিণীর সঙ্গে এই ঘটনার জেরে নোবেলকে বিয়ের নির্দেশ দিল আদালত।
রিয়ালিটি শোয়ের দৌলতে দুই বাংলাতেই নোবেল বেশ জনপ্রিয়। এর আগেও তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছিল। এবার অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে মে মাসে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডেমরা থানার পুলিশ। জানা গিয়েছিল, এক কলেজ ছাত্রীকে বেশ কয়েক মাস আগে বিয়ের প্রস্তাব দেন গায়ক । শুধু তাই নয় তাঁকে দেখা করার জন্য ডেকেও পাঠান। অভিযোগ, এরপর থেকেই নাকি নিজের বাড়িতে তাঁকে আটকে রেখে নির্যাতন চালিয়ে গিয়েছিলেন নোবেল। শুধু তাই নয় সেই সমস্ত ছবি ও ভিডিও ফোনবন্দি করে লাগাতার ভয় দেখিয়েও গিয়েছেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ। পরে তাঁকে নিজের স্ত্রী বলেই দাবি করেন নোবেল। তবে বিয়ের কোনও নথিই নাকি দেখাতে পারেননি তিনি।
এবার এই অভিযোগের জেরেই নোবেলকে ওই অভিযোগকারিণীকে বিয়ে করার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন নোবেল আইনজীবীও। এরপর নোবেলের তরফেও আদালতে লিখিতভাবে বিয়ে করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। ইতিমধ্যেই আদালত কতৃপক্ষ বিয়ের বিষয়ে প্রয়জনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেল কতৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
