সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা ডিসেম্বর, কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে 'ফ্যামিলি ম্যান' পরিচালক রাজ নিদিমরু এবং সামান্থা রুথ প্রভুর চারহাত এক হয়েছে। পরিচালক-অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল নেটভুবনে। সামান্থার জীবনের নতুন ইনিংসের জন্য উচ্ছ্বসিত অনুরাগীমহলও। তারকাদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি থেকে বলিউডের তারকারা। তবে শুভেচ্ছার সুনামীতে নজর কাড়ল ডেভিড বেকহ্যামের বার্তা।
পরিচালক-অভিনেত্রী উভয়েরই দ্বিতীয় বিয়ে এটি। গত দেড় বছর ধরে তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও রাজ-সামান্থা যে এই শীতেই চারহাত এক করতে চলেছেন, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বলিউড কিংবা দক্ষিণের সিনেদুনিয়া। অতঃপর সোমবার যখন দক্ষিণী সুন্দরী লিঙ্গ ভৈরবী মন্দির থেকে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করলেন, তখন উচ্ছ্বসিত অনুরাগীমহল ততটাই হতবাক! নবদম্পতি যে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন, তা বলাই বাহুল্য। এমন আবহে সোশাল পাড়ায় ভাইরাল রাজ-সামান্থার উদ্দেশে ডেভিড বেকহ্যামের শুভেচ্ছাবার্তা।
সোমবার সদগুরুর আশ্রমে চুপিসারে বিয়ে সারার পর সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নবপরিণীতা নায়িকা। সেই পোস্টের কমেন্ট বক্সেই জ্বলজ্বল করছে ডেভিড বেকহ্যামের শুভেচ্ছাবার্তা। সামান্থাকে ট্যাগ করে কিংবদন্তি ফুটবলার লিখেছেন, 'তোমাদের দু'জনকেই বিয়ের শুভেচ্ছা।' সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। যা দেখে অনুরাগীরাও হতবাক! পালটা ধন্যবাদ জানাতে ভোলেননি 'উ অন্তাভামা গার্ল'ও। ডেভিড বেকহ্যামের উদ্দেশে সামান্থা লিখেছেন, 'আপনি সত্যিই ভীষণ মিষ্টি। অসংখ্য ধন্যবাদ আপনাকে!'
উল্লেখ্য, বিয়ের দিন দুয়েক আগেই বেকহ্যামের সঙ্গে দেখা হয়েছে সামান্থার। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে সদ্য ভারত সফরে এসেছিলেন ভুবনখ্যাত ফুটবলার। সেই সূত্রেই মুম্বইয়ে ইনস্টাগ্রামের অফিসে সামান্থা-ডেভিড ব্যাকহ্যামের আড্ডার আয়োজন করা হয়। তবে অভিনেত্রী যে তার পরের দিনই রাতের উড়ানে বিয়ে করতে যাচ্ছেন, তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ! এবার সামান্থার বিয়ের ছবি দেখে শুভেচ্ছা জানালেন বেকহ্যাম।
