সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরতি শেষ। ফের অ্যাকশন, লাইট, ক্যামেরার জগতে ফিরলেন দীপিকা-রণবীর। অনস্ক্রিন জুটি বাঁধলেন দু'জনে। কোনও ছবি নয়। বিজ্ঞাপনেই জুটি বাঁধলেন তাঁরা। দীপিকা-রণবীরকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
একটি নামী আন্তর্জাতিক সংস্থার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিজ্ঞাপন করেছেন তাঁরা। ওই সংস্থার তরফে ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি শেয়ার করা হয়। তাতে রণবীরকে বলতে শোনা যায়, প্রচণ্ড গরমের মধ্যে পার্টিতে নাকি সকলে শুধুমাত্র শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রটি উপভোগ করেছেন। তাঁরা দীপিকার তৈরি করা খাবার কিংবা গল্পগুজবও নাকি সেভাবে উপভোগ করেননি। দীপিকা অবশ্য বিশ্বাস করতে চাননি। তবে প্রমাণ হিসাবে একাধিক ছবি দেখাচ্ছেন রণবীর। বিজ্ঞাপনের শেষ দৃশ্যে রণবীরের সঙ্গে অনস্ক্রিন রোমান্সেরও সাক্ষী দর্শকরা। চুম্বন করতে দেখা গিয়েছে বলিউডের পাওয়ার কাপলকে।
ওই বিজ্ঞাপন দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কেউ কেউ বলছেন, এটি নাকি তাঁদের দেখা সেরা বিজ্ঞাপন। আবার কেউ বলছেন, "পপকর্ন নিতে ভুলে গেলেও সবচেয়ে মিষ্টি বিজ্ঞাপন দেখলাম।" দীপিকার রূপের ছটাও মুগ্ধ করেছে অনেককেই। মিষ্টি জুটির প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছে অনুরাগীদের একাংশ। আবার কেউ কেউ দুয়ার জন্য শুভকামনা করেন।
কেরিয়ারে বেশ থিতু হওয়ার পর মন দেওয়া নেওয়া হয় রণবীর-দীপিকার। ২০১৮ সালে চারহাত এক হয় দু'জনের। গত বছরের সেপ্টেম্বরে দুই থেকে তিন হন তাঁরা। ঘর আলো করে আসে ছোট্ট মেয়ে দুয়া। খুদে সন্তানের দেখভাল করেই এতদিন সময় কাটাচ্ছিলেন রণবীর-দীপিকা। মাঝেমধ্যে অবশ্য বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁদের। তবে এখনও কোনও ছবির কাজে ফেরেননি দীপিকা।