shono
Advertisement
Deepika Padukone

'ধুরন্ধর'-এ চোখধাঁধানো লুক রণবীরের, নিজেকে সামলাতে না পেরে দীপিকা লিখলেন...

ইনস্টাগ্রামে দীপিকার কমেন্ট নিয়ে বেশ চর্চা চলছে।
Published By: Sucheta SenguptaPosted: 01:50 PM Dec 01, 2025Updated: 02:51 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের প্রেম, দাম্পত্য। আর তা প্রতিবার নব নব রূপে প্রকাশ্যে আসে। বিবাহিত জীবন কীভাবে তরতাজা রাখতে হয়, তা যেন সকলকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেন বি টাউনের অন্যতম সেলেব জুটি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং (Ranveer Singh)। যে কোনও জায়গায় দু'জনকে দেখলেই বোঝা যায়, প্রতি মুহূর্তে তাঁদের প্রেমে পরিপূর্ণ! সোশাল মিডিয়াতেও তা নিয়ে রাখঢাক করেন না দম্পতি। কখনও দীপিকার (Deepika Padukone) সিনেমা নিয়ে রণবীর কথা বলেন, কখনও রণবীরের নতুন লুক দেখে মুগ্ধতা প্রকাশ করেন দীপিকা। এবার সোশাল মিডিয়ার দৌলতে বলিউডের 'মস্তানি'র মন্তব্য নিয়ে বেশ চর্চা শুরু হয়ে গেল। স্বামী রণবীর সিংয়ের 'ধুরন্ধর' লুক দেখে দীপিকা কার্যত নিজেকে সামলাতে পারলেন না! ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে লিখেই ফেললেন - 'ওহ সো এডিবল!' তাঁর যৌন ইশারা বুঝতে বাকি নেই কারও।

Advertisement

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে আদিত্য ধরের রহস্য আর অ্যাকশনে ভরপুর বলিউড ছবি 'ধুরন্ধর'। তারকাখচিত এক সিনেমা বললেও অত্যুক্তি হয় না। মূল চরিত্রে রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, সারা অর্জুন। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি সেই ছবিতে রণবীরের 'হিংস্র' লুক গোড়া থেকেই নজর কেড়েছিল। ট্রেলারে উসকোখুসকো চুল, রক্তাক্ত মুখ, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বহুদিনের জমে থাকা প্রতিশোধ নেওয়ার সংলাপ বলতে শোনা গিয়েছে তাঁকে।

'ধুরন্ধর'এ রণবীর সিং।

এবার ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের আরেকটি লুক প্রকাশ্যে এসেছে। কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, কালো সানগ্লাস, কানে দুল, ফ্রেঞ্চকাট দাড়ি। আর স্বামীর সেই ছবিতেই ঘায়েল দীপিকা! ইনস্টাগ্রামের কমেন্টে স্পষ্ট বোঝা যাচ্ছে, ফের স্বামীর প্রেমে পাগলপারা দশা তাঁর!কমেন্টে তীব্র যৌন-ইচ্ছার প্রকাশ। রণবীরের ওই ছবিতে দীপিকার কমেন্ট নিয়ে বেশ মুচমুচে চর্চা চলছে বলিউডের অন্দরে। প্রেমের আগুনের ওম এখনও পোহাচ্ছে সেলেব-জুটি 'রাম-লীলা'!  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রণবীরের 'ধুরন্ধর' লুক দেখে নিজেকে সামলাতে পারলেন না দীপিকা!
  • ইনস্টাগ্রামে স্বামীর ছবির নিচে কমেন্টে তীব্র যৌন-ইচ্ছার প্রকাশ ঘটালেন।
Advertisement