সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। এর মাঝেই বলিউডে কানাঘুষো, দেওল-পাড়ুকোনরা নাকি এবার আত্মীয় হতে চলেছেন। কীভাবে? খানিক খোলসা করেই বলা যাক তাহলে। দীপিকা পাড়়ুকোনের বোন অনীশা পাড়ুকোনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানি দেওলের বউমা দৃশা আচার্যর দাদা রোহন আচার্য। বলিমহল সূত্রে খবর, সেই বাঙালি পাত্রের সঙ্গে নাকি শ্যালিকার বিয়ে ঠিক করেছেন রণবীর সিং।
অনীশা পাড়ুকোন পেশায় গল্ফার। শোনা যাচ্ছে, মাসখানেক বাদেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দীপিকার বোন। যদিও দিনক্ষণ আপাতত কিছু জানা যায়নি, তবে দুই পরিবারের তরফেই নাকি বিয়ের তোরজোর তুঙ্গে। জনৈক পাড়ুকোন ঘনিষ্ঠই জানিয়েছেন, খুব শিগগিরি আনুষ্ঠানিকভাবে দু' পরিবারের তরফে বিয়ের ঘোষণা করা হবে। তবে ফিল্মিদুনিয়ার সঙ্গে অনীশার যোগ না থাকলেও পাত্র কিন্তু আদ্যোপান্ত সিনেপরিবারের সঙ্গে যুক্ত। প্রয়াত কিংবদন্তি পরিচালক বাসু ভট্টাচার্যের মেয়ের ঘরের নাতি রোহন আচার্য। রোহনের মা চিমু আচার্য আদতে বাসু ভট্টাচার্য এবং রিংকি রায় ভট্টাচার্যের মেয়ে। উল্লেখ্য, সেই প্রেক্ষিতে অনীশার হবু স্বামী আবার বিমল রায়ের প্রপৌত্র। এহেন ডাকসাইটে ফিল্মি পরিবারের বউমা হচ্ছেন দীপিকার বোন।
আসলে রণবীর সিংয়ের মা-বাবার সঙ্গে আবার আচার্য পরিবারের দারুণ সম্পর্ক। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, "দারুণ একটা পরিবার। সেই প্রেক্ষিতেই নাকি বউমা দীপিকার মনে ধরেছিল বোনের জন্য। তাছাড়া অনীশার সঙ্গে খুব ভালো বন্ধুত্বও হয়ে গিয়েছে রোহনের। বেশ কয়েকটা পারিবারিক অনুষ্ঠানে দেখা হয়েছে তাঁদের। সেই প্রেক্ষিতেই দুই পরিবারের কথা এগোয়। তবে আসল ঘটকালির কাজটা করেছেন রণবীর সিং।" জল্পনা সত্যি হলে ধর্মেন্দ্রর নাতবউ দৃশার বউদি হতে চলেছেন অনীশা পাড়ুকোন।
