প্রেক্ষাগৃহে যখন রমরমিয়ে চলছে 'প্রজাপতি ২', তখনই সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা করে হইচই ফেলেছেন টলিউড সুপারস্টার। চলতিবছরের পুজোর বক্স অফিস দখলে রাখতে 'দেশু' জুটি ফেরাতে চলেছেন অভিনেতা-প্রযোজক দেব। আর সেই সিনেমা নিয়েই বর্তমানে কৌতূহলের পারদ তুঙ্গে। এমন আবহে গুঞ্জন, ফের নাকি সম্মুখ সমরে দেব-অনির্বাণ! যা নিয়ে ভক্তশিবিরে হইচই পড়ে গিয়েছে। ব্যাপারটা কী?
টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ইন্ডাস্ট্রিতে 'ব্রাত্য' অভিনেতাকে নাকি ফের নিজের সিনেমায় কাস্ট করতে চলেছেন দেব! যদিও অভিনেতা-প্রযোজক এবিষয়ে স্পিকটি নট! তবে এহেন গুঞ্জনে এর মাঝেই তোলপাড় টলিপাড়া। শোনা যাচ্ছে, দেব-শুভশ্রী জুটির পুজোর ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। কানাঘুষো, এবারও দেবের বিপরীতে ধূসর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। এদিকে অতীতে কলাকুশলীদের বিরোধিতা করায় গায়ক-অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে অসহযোগিতার মুখে পড়তে হয়েছিল। তবে 'রঘু ডাকাত'-এর ক্ষেত্রে ছাড় পেয়ে গিয়েছিলেন তিনি। এবার? এহেন গুঞ্জন সত্যি হয় কিনা নজর থাকবে সেদিকে।
উল্লেখ্য, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। বছর চারেক বাদে আবারও এই পরিচালকের সুবাদেই 'রঘু ডাকাত' ছবিতে সম্মুখ সমরে নজর কাড়েন সংশ্লিষ্ট জুটি। 'রঘু ডাকাত'-এও অনির্বাণ ভট্টাচার্যকে অত্যাচারী নীলকর সাহেবের ভূমিকায় দেখা গিয়েছিল। এবার দেব-শুভশ্রী জুটির পুজোর ছবিতে কেমন ভূমিকায় তাঁকে দেখা যাবে? গুঞ্জন শুরু হতেই ভক্তমহলের কৌতূহল তুঙ্গে।
