ফের একবার গর্জে উঠল ‘বর্ডার’! হিন্দুস্তানের জন্য লড়তে যুদ্ধক্ষেত্রে টিম নিয়ে হাজির মেজর চাঁদপুরী ওরফে সানি দেওল। ২৭ বছর পর দেশপ্রেমের গাথা নিয়ে প্রকাশ্যে এল ‘বর্ডার ২’-এর ট্রেলার। যেখানে সেনাজওয়ানের পোশাকে সানির ‘ঢায় কিলো’র হাতে দেখা গেল মেশিন গান। সিক্যুয়েলের টিজারে সদলবলে মেজর চাঁদপুরী হুঙ্কার ছুঁড়েছিলেন, ‘আমাদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়…।’ এবার ট্রেলারেও রগরগে সংলাপে শোরগোল ফেললেন সানি দেওল।
তারকাখচিত টিজারে চাঁদপুরীর ভূমিকায় পাক মুলুককে সানির হুঙ্কার, "তোমরা আমাদের কী হারাবে? আরে, তোমাদের পাকিস্তানে তত মানুষ নেই, যতগুলো পাঁঠা আমাদের এখানে ইদে কুরবানি হয়...।" আর ‘বর্ডার ২’র ট্রেলারের সেই সংলাপেই নস্ট্যালজিয়ার সরণি বেয়ে অনুরাগীদের মধ্যে দেখা গেল সেই একইরকম আবেগ, সেই শিহরণ, সেই গর্ব। ‘বর্ডার ২’ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি জওয়ানের ভূমিকায় দেখা গেল বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, অহন শেট্টি-সহ একঝাঁক বলিউড তারকাকে। কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে দেশমাতৃকার উদ্দেশে নিজেদের উৎসর্গ করলেন সীমান্তের রক্ষকর্তারা? সেই ঝলকই ফুটে উঠল বহুপ্রতীক্ষিত ‘বর্ডার ২’-এর ট্রেলারে। হাইভোল্টেজ অ্যাকশনের সঙ্গে উত্তেজনার পারদ চড়াল সংলাপ।
বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটের এই সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে। টিজারে দর্শকমহলের অ্যাড্রনালিন রাশ বাড়ানোর পাশাপাশি রিলিজের দিনক্ষণও প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। উল্লেখ্য, মেগাবাজেট এই ছবিতে নবাগতা অভিনেত্রী মেধা রানাও থাকছেন। ২০২৪ সালে ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত হাত মিলিয়ে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় যুদ্ধচিত্রের সিক্যুয়েল ‘বর্ডার ২’-এর ঘোষণা করেছিলেন। প্রথম ভাগের মতো দ্বিতীয় ভাগেও যে ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভরপুর অ্যাকশন, তা ট্রেলারেই বেশ বোঝা গেল।
