ভোটমুখী বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দীপু দাসের পর একে একে বাংলাদেশের বিভিন্ন স্থানে বেছে বেছে হিন্দু নিধনের খবর প্রকাশ্যে এসেছে। ইউনুসের দেশে সংখ্যালঘুদের উপর এহেন নির্যাতনের 'নমুনা' দেখে যখন তাজ্জব গোটা বিশ্ব, শিউড়ে উঠেছে সভ্য সমাজ, তখন বলিউডের খান সাম্রাজ্যের প্রতিনিধিরা কেন চুপ? প্রশ্ন তুলে সলমন খানের বিরুদ্ধে সম্প্রতি বিষোদগার করেছিলেন যোগীরাজ্যের মন্ত্রী রঘুরাজ সিং। বুধবার ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি মন্ত্রী বলেন, "সলমন খান দেশদ্রোহী। ওকে ফাঁসিতে ঝোলানো উচিত!" কিন্তু রাত পোহাতেই 'ডিগবাজি খেয়ে' সব দায় চাপালেন শাহরুখ খানের ঘাড়ে। এবার বলিউডের বাদশাকে তোপ দেগে রঘুরাজের মন্তব্য, "সলমন নয়, শাহরুখই আসল দেশদ্রোহী।" কিন্তু রাতারাতি কী এমন ঘটল যার জন্য মত বদলালেন তিনি?
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঘুরাজ সিং দাবি করেন, ভুলবশত বুধবার তিনি সলমন খানের নামোল্লেখ করে ফেলেছিলেন। আসলে তাঁর রাগ শাহরুখ খানের উপরই। কিন্তু মুখ ফসকে সলমনের নাম বলে ফেলেছেন তিনি। বুধবার ভাইজানকে কটাক্ষ করে রঘুরাজ বলেছিলেন, "সলমন তো থাকে ভারতে, কিন্তু ভালোবাসে পাকিস্তানকে। ওর উচিত পাক মুলুকে চলে যাওয়া। ভারতে থেকে সিনেমা করবে, ব্যবসা করবে, খাবে, আর পাকিস্তান-বাংলাদেশের মুসলিমদের সমর্থন করবে! ভারতীয়দের উচিত সলমন খানের সিনেমা বয়কট করা।" যোগীরাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সিনেদুনিয়া থেকে রাজনৈতিকমহলে হইচই পড়ে যায়। কিন্তু চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে সলমনের পরিবর্তে সাংবাদিকদের সামনে শাহরুখের নাম নিলেন তিনি। শুধু তাই নয়, ভাইজান স্তুতি করতেও শোনা গেল বিজেপি মন্ত্রীকে। কী বললেন?
এবার রঘুরাজের মন্তব্য, "সলমন খান কিন্তু খুব ভালো অভিনেতা। আমি আসলে ওর নাম বলতে চাইনি। বলতে গিয়েছিলাম শাহরুখের কথা। যখনই পাকিস্তান কোনও সমস্যায় পড়ে, শাহরুখ কোটি কোটি গ্যাঁটের কড়ি অনুদান দেয়। আর ভারতের গণপিটুনি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়। কিন্তু আজ বাংলাদেশে যখন একের পর এক হিন্দু নিধনের ঘটনা ঘটছে, তখন শাহরুখের মুখে কোনও কথা নেই। সলমন নয়, আসল দেশদ্রোহী শাহরুখ খানই। এতে কোনও সন্দেহ নেই।" মন্ত্রীর এহেন মতবদলের পরই বিরোধী দল সমর্থক শিবিরে হাসির রোল! ওয়াকিবহালমহলের একাংশের অনুমান, সলমন খান যেহেতু বিকুমল্লা সন্তোষের ভূমিকায় 'ব্যাটেল অফ গালওয়ান'-এর টিজারে চিনে শোরগোল ফেলেছেন, তাই হয়তো ভাইজানকে 'গুড বুকে' রাখার নির্দেশ এসেছে। সেই প্রেক্ষিতেই রাতারাতি টার্গেট ঘুরে গিয়েছে শাহরুখ খানের দিকে। যদিও এই প্রথম নয়, এর আগেও দোল উৎসব নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন উত্তরপ্রদেশের ওই মন্ত্রী। বলেছিলেন, "যার রং পোষায় না, সে ত্রিপলের বোরখা পরে থাকুক!" এবার শাহরুখ-সলমনকে গুলিয়ে ফের চর্চায় যোগীরাজ্যের মন্ত্রী।
