পরনে রং মিলান্তি পোশাক। সোম দুপুরে একে-অপরের পাশে দেব-শুভশ্রী। পাঁচ মাস বাদে চোখ কচলে একফ্রেমে টলিপাড়ার 'রাজা-রানি'র ডিজিটাল দর্শন সার্থক হল দেশু অনুরাগীদের! কী হয়, কী হয়? রবিবাসরীয় সকাল থেকেই কৌতূহল ভক্তশিবিরে। সোমবারের লাইভে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন দেশু। খুনসুঁটি আর আসন্ন সিনেমার আপডেট দেওয়ার পাশাপাশি 'অতীত বিতর্ক' উত্থাপন করে দেবকে 'রসিক খোঁচা' দেওয়ার সুযোগও হাতছাড়া করলেন না শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)! মান ভাঙাতে দেব (Dev) কী করলেন? সেটাই এখন চর্চার শিরোনামে।
'ধূমকেতু'র হাইভোল্টেজ প্রচারের পর সিনেমার বিজয়রথ ছুটতেই 'দেশু' জুটির ফাটলের খবর প্রকাশ্যে এসেছিল। সেটা ছিল পঁচিশ সালের আগস্ট মাস। 'দুই বাচ্চার মায়ের সারল্য' নিয়ে প্রশ্ন তোলায় 'সুপারস্টার প্রাক্তনে'র থেকে দূরত্ব বাড়িয়েছিলেন নায়িকা। ক্যামেরার সামনে একে-অপরকে পালটা দিতেও ছাড়েননি টলিপাড়ার একসময়কার 'রিয়েল লাইফ' জুটি। অনেকেই তখন ধরে নিয়েছিলেন, পর্দায় দেশু ম্যাজিক দেখার জন্য সম্ভবত আরও একযুগ অপেক্ষা করতে হবে! তবে বছর ঘোরার আগেই মান-অভিমানের বরফ গলাতে আগ বাড়িয়ে শুভশ্রীর সঙ্গে যোগাযোগ করেন দেব। 'ধূমকেতু' বিতর্কের পর কীভাবে 'দেশু ৭'-এর জন্য অভিনেত্রীকে রাজি করালেন টলিউড সুপারস্টার? সোমবারের লাইভে সেই অজানা কথাই ভাগ করে নিলেন দেব।
ছবি: ইনস্টাগ্রাম
৩১ ডিসেম্বর, রাজ-শুভশ্রী তখন থাইল্যান্ডে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। সেদিন সকালেই দেবের তরফে ফোন যায় শুভশ্রীর কাছে। দেব জানালেন, নতুন সিনেমার প্রস্তাব পাওয়ার পর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে সবুজ সংকেত দেন নায়িকা। কিন্তু কোন মন্ত্রবলে রাজি হলেন শুভশ্রী? উত্তরটা দিতে গিয়েই অতীত বিতর্ক টানলেন অভিনেত্রী। দেবের উদ্দেশে তাঁর মন্তব্য, "নট সো ইনোসেন্ট ফেস-এর কাছে যখন অফারটা এলো... তখন নিশ্চয়ই কোনও একটা যুদ্ধে নামতে হবে, বলে। ছোটবেলা থেকে অনেক যুদ্ধই করেছ। এই লড়াইয়ে না হয় তোমার পাশে থাকলাম।" তাহলে কি বক্স অফিসে ঝড় তুলতে শুভশ্রীই দেবের 'তুরুপের তাস'? প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়! তবে এরপরই শুভশ্রী পালটা প্রশ্ন ছোড়েন, "এবছর দেবের অনেকগুলি ছবি রিলিজ করছে, কেন 'দেশু ৭'-টাই তোমার কাছে এত স্পেশাল?" উত্তরে দেব বললেন, 'তুমি এলে বলেই সিনেমাটা এত স্পেশাল হল...!' এই মন্তব্যের পরই অনুরাগী শিবিরে উল্লাস। যদিও রসিকতাচ্ছলেই কথোপকথন চলছিল, তবে শত বিতর্ক ছুঁয়েও দেব-শুভশ্রীর বন্ধুত্ব যে কতটা গাঢ়, নায়িকার একথাতেই সেটা স্পষ্ট। বিগত দিন ধরে 'দেবের রিলিজ ক্যালেন্ডার' নিয়ে ইন্ডাস্ট্রিতে যে হারে শোরগোল পড়েছে, সেই আবহে শুভশ্রীর ভরসার হাত বাড়িয়ে দেওয়াই বলে দেয় যে মান-অভিমান যতই আসুক, একে-অপরের পাশে রয়েছেন তাঁরা। নস্ট্যালজিয়ার সরণি বেয়ে প্রশ্নের মুখে দেবকে বলতে শোনা যায়, "শুভশ্রীর হাসিই আমার মুখে হাসি এনে দেয়। তবে রাগলে ওকে থামানো যায় না!" পাশাপাশি দু'জনেই একজোট হয়ে আরেকটি বড় আর্জি রাখলেন অনুরাগী এবং নিন্দুকদের কাছে।
'ধূমকেতু' রিলিজের সময়ে মারাত্মক হারে দুই তারকার সঙ্গী রাজ-রুক্মিণীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। সেপ্রসঙ্গ টেনেই আগাম দেব-শুভশ্রীর আর্জি, "লাইভ শেষ হলেই আমাদের পার্টনারকে ব্যক্তিগত আক্রমণ করবেন না দয়া করে। আমরা ব্যক্তিগতজীবনে ভালো আছি বলেই কাজগুলো করতে পারছি। অতীত যাই ছিল, আমরা সেটা নিয়ে পড়ে থাকতে চাই না। এগিয়ে গিয়েছি বলেই পেশাগতভাবে কাজ করতে পারছি। রাজ-রুক্মিণীর সম্মানের সঙ্গে আমাদের সম্মানও জড়িয়ে রয়েছে। আমাদের যতটা শ্রদ্ধা করেন, সেটা ওদেরও প্রাপ্য।"
