সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের বক্স অফিসে 'খাদান'-(Khadaan) এর দাবানল। কমার্শিয়াল সিনেমার হৃতগৌরব পুনরুদ্ধার করে বাংলার বুকজুড়ে বিজয়রথ ছুটিয়েছেন দেব (Dev)। আর সেই 'রাজার রাজা' যখন আচমকাই প্রেক্ষাগৃহে ধরা দেন, তখন ভক্ত অনুরাগীরা যে হুড়মুড়িয়ে একটু স্পর্শ পাওয়ার জন্য চেষ্টা করবেন, তা বলাই বাহুল্য। শনিবার হাউসফুল স্টার থিয়েটারে তেমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি হল। দেব-দর্শনের জন্য হলভর্তি দর্শক-অনুরাগীদের সে কী উন্মাদনা! আর সেখানেই সৎ স্বীকারোক্তি দেবের। সাফ জানালেন, 'খাদান' নিয়ে তিনি বেশ ভয়ে ছিলেন। কিন্তু কেন?
টলিউড সুপারস্টার নিজেই খোলসা করলেন নেপথ্যের কারণ। দেবের মন্তব্য, "খুব ভয় ছিলাম যে হঠাৎ করে অ্যাকশন ড্রামা নিয়ে এলে দর্শকরা পছন্দ করবেন কিনা। কিন্তু যেভাবে আপনারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাতে আমি বাকরুদ্ধ। দর্শকদের ভরপুর ভালবাসায় এবং বিপুল সাড়ায় আমরা আপ্লুত।" এদিন দেবের সঙ্গে হল ভিসিটে গিয়েছিলেন পরিচালক সুজিত দত্ত রিনো এবং সহ-অভিনেতা জন ভট্টাচার্য। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর তরফে শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, টলি সুপারস্টারকে দেখতে মঞ্চের সামনে উপচে পড়েছে ভিড়। সিটি-করতালির আওয়াজে প্রেক্ষাগৃহের গর্ভগৃহ ভরে উঠেছিল। অনুরাগীরা হাত বাড়িয়ে দিয়েছিলেন একটু স্পর্শ পাওয়ার জন্য।
পরে নিজের ফেসবুক প্রোফাইলে লাইভ ভিডিওর মাধ্যমেও দর্শকদের ধন্যবাদ দেন দেব। জানান, তিনি চেয়েছিলেন নিজের পারিবারিক ছবি ও কমার্শিয়াল সিনেমার দর্শকদের মিলিয়ে দিতে। এমন একটা সিনেমা সবাইকে উপহার দিতে যা হইচই ফেলে দেয়। 'ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?', ‘খাদান’-এর সংলাপ ধার করেই বলা ভালো দেব মনে করিয়ে দিলেন ‘তিনি ফিরেছেন এবং পেরেছেন’। দেব জানান, দেড় বছর আগে একটা ঝুঁকি নিয়েছিলেন তিনি। আজ তার ফল দেখে অত্যন্ত খুশি তারকা। তাঁর কথায়, "মনটা ভালো হয়ে গেল সত্যি!" এবারে বড়দিনের ছুটিতে 'খাদান' ছাড়াও মুক্তি পেয়েছে 'সন্তান', 'চালচিত্র', '৫ নং স্বপ্নময় লেন'। দেবের বক্তব্য, "সব ছবিই চলুক। কোথাও যেন এটা আমাদের সবার জিৎ।" দেবের কথায়, একটা সিনেমা সাফল্য পেলে তার পরের সিনেমাগুলোও সেই সাফল্যের ফল লাভ করে।