সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার রাতে আচমকাই ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা গিয়েছিল, 'রুটিন চেকআপ'-এর জন্যেই প্রবীণ অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছে। এবার সপ্তাহ ঘুরতেই ফের ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বলিমহলে। খবর, এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন প্রবীণ অভিনেতা। গত সপ্তাহের তুলনায় তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়াতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।
বলিমহলের অন্দরে কানাঘুষো, ভেন্টিলেশনে রয়েছেন ধর্মেন্দ্র! এদিকে প্রবীণ অভিনেতার 'লাইফ সাপোর্ট সিস্টেমে' থাকার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কপালে ভাঁজ পড়েছে! এমন জল্পনা চাউড় হতেই ধর্মেন্দ্র শারীরিক পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করা হয়েছে জেষ্ঠপুত্র সানি দেওলের টিমের তরফে। বলিউডের 'হি-ম্যান'-এর ভেন্টিলেশনে থাকার জল্পনা নস্যাৎ করে দিয়ে সেখানে উল্লেখ, "এরকম একটা গুজব রটেছে। তবে স্যর সুস্থ রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই।" পাশাপাশি জানানো হয়েছে, ডাক্তারদের কড়া পর্যবেক্ষ
এদিকে স্বামীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে ব্রিচ ক্যান্ডিতে ছুটে গিয়েছেন হেমা মালিনী। একরাশ উদ্বেগ নিয়ে, উৎকণ্ঠায় হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় সাংসদ-অভিনেত্রীকে। দিন কয়েক আগেই ববি দেওল জানিয়েছিলেন যে, তাঁর বাবা বর্তমানে প্রথম স্ত্রীর সঙ্গে থাকেন।
গত সপ্তাহে এক বলিউড মাধ্যমের কাছে এই হাসপাতালেরই জনৈক কর্মী জানিয়েছিলেন, "শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেও রাতে ভালো ঘুমিয়েছেন ধর্মেন্দ্র। তাঁর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। রক্তচাপ এবং হৃদস্পন্দন মনিটর করে দেখা হয়েছে, সব ঠিক আছে। প্রস্রাবের পরিমাণও যথাযথ। তাই উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ চিকিৎসকরা দেখছেন না।" তবে বলিপাড়ায় কানাঘুষো, দিন কয়েক ধরেই নাকি ধর্মেন্দ্রর শরীর ভালো যাচ্ছে না।
