সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর স্মরণসভার আয়োজন করা হয়েছে। গত ২৪ নভেম্বর, চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন বলিউডের 'হিম্যান'। কিন্তু শেষযাত্রায় ধর্মেন্দ্রকে দেখতে না পাওয়ার আক্ষেপ রয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরেও! তবে কঠিন সময়ে সানি-ববিদের পাশে থাকতে সোমবার থেকেই দেওলদের জুহুর বাসভবনে তারকারা ভিড় করেছিলেন। এবার স্মরণসভাতেও যোগ দিলেন খান-কাপুর, বচ্চনরা।
বিকেল পাঁচটা থেকে মায়ানগরীর বিলাসবহুল হোটেলে একে একে আসতে শুরু করেছেন তারকারা। প্রথমে সন্তানদের নিয়ে আসতে দেখা যায় সানি ও ববিকে। তার কিছুক্ষণ বাদেই এসে পৌঁছন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। মাসখানেক ধরে জুনিয়র বচ্চন দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়ে বিস্তর কাটাছেঁড়া। এমনকী বিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে ধর্মেন্দ্রর স্মরণসভায় একসঙ্গে এলেন অভিষেক-ঐশ্বর্য। যদিও শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানেও ফটোশিকারিদের প্রবেশ নিষিদ্ধ, তবে গাড়িতে বসে থাকা বচ্চন দম্পতিকে লেন্সবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি তাঁরা।
এদিন বিকেলেই মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে আসেন বাদশাপুত্র আরিয়ান খান। তবে ছেলের সঙ্গে আসতে না পারলেও সন্ধেবেলা একাই ধর্মেন্দ্রর স্মরণসভার এলেন শাহরুখ খান। বাদশার খানিক আগেই কড়া নিরাপত্তাবলয়ে মুড়ে পৌঁছেছেন সলমন খান। ধর্মেন্দ্রর যাঁকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। এমনকী নিজের বায়োপিকের দায়িত্বও সলমনের উপরই সঁপে গিয়েছেন 'হিম্যান'। প্রবেশপথে শাহরুখ-সলমন দু'জনকেই আবেগপ্রবণ দেখা গেল। কিন্তু খান সাম্রাজ্যের দুই প্রতিনিধি এলেও অনুপস্থিত আমির খান। কেন এলেন না তিনি?
বৃহস্পতিবার অভিনেতা গোয়াতে আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। তবে সেখান থেকেই আমির জানিয়েছেন, "আজ আমি গোয়াতে থাকলেও আমার মন পড়ে রয়েছে মুম্বইতে। ধর্মেন্দ্রজির স্মরণসভায় যেতে পারলাম না।" শুধু তাই নয়, IFFI-তে প্রয়াত অভিনেতার স্মৃতিচারণও করেন তিনি। বৃহস্পতিবার এছাড়াও ধর্মেন্দ্রর স্মরণসভায় এদিন যোগ দিয়েছেন রেখা, বিদ্যা বালন, টাইগার শ্রফ, অমিষা প্যাটেল, শরমন যোশি-সহ একাধিক বলিউড তারকা।
