shono
Advertisement
Dharmendra Demise

ধর্মেন্দ্রর প্রয়াণের দিন ভাইরাল 'ইক্কিস'-এর ট্রেলার, 'হি-ম্যান'কে শেষবার পর্দায় দেখতে মুখিয়ে দর্শক

জীবনের অন্তিম ছবিতে শহিদের বাবার চরিত্রে ধরা দেবেন 'বীরু'। কবে রিলিজ?
Published By: Sandipta BhanjaPosted: 07:01 PM Nov 24, 2025Updated: 07:48 PM Nov 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মাসের ৮ তারিখ নব্বইয়ের কোঠায় পা রাখতেন বলিউডের 'হি ম্যান'। কিন্তু জন্মদিনের চোদ্দো দিন আগেই ইহলোকের মায়াত্যাগ করে স্বর্গলোকের উদ্দেশে রওনা হলেন ভারতীয় সিনেদুনিয়ার কিংবদন্তি অভিনেতা। সাড়ে ছয় দশকের গৌরবময় সিনে আখ্যানে তিনশোরও বেশি ছবিতে অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন ধর্মেন্দ্র (Dharmendra Demise)। আর ২৪ নভেম্বর, সোমবার 'হি ম্যানে'র প্রয়াণের দিনই নেটভুবনে চর্চিত অন্তিম সিনেমা 'ইক্কিস'-এর ট্রেলার। 

Advertisement

শ্রীরাম রাঘবন পরিচালিত একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। তিন সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত 'ইক্কিস'-এর ট্রেলারজুড়ে দেশমাতৃকার প্রতি কর্তব্যে অবিচল পিতা-পুত্রের রসায়ন নজর কেড়েছিল। সোমবার কিংবদন্তী অভিনেতার প্রয়াণের দিন 'ইক্কিস'-এর নতুন ঝলক যেন সেই আবেগে শান দিল। অরুণ ক্ষেত্রপালকে তাঁর অসীম বীরত্বের জন্য মরণোত্তর পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। 'ইক্কিস' ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। আর তাঁর বাবার ভূমিকাতে দেখা যাবে ধর্মেন্দ্রকে।

'শোলে' থেকে 'ইক্কিস', ধর্মেন্দ্রর ফিল্মি জীবনে যেন অমিতাভের সঙ্গে বন্ধুত্বের এক বৃত্ত সম্পূর্ণ হল এই সিনেমার সুবাদে। কারণ দিন কয়েক আগেই সংশ্লিষ্ট সিনেমার ঝলক শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। বয়সে বড় 'বন্ধু বীরু'র শেষকৃত্যেও হাজির ছিলেন 'জয়'। উল্লেখ্য, ধর্মেন্দ্রর শেষ সোশাল মিডিয়া পোস্টেও জ্বলজ্বল করছে তাঁর অন্তিম সিনেমা 'ইক্কিস'-এর ট্রেলার। সোমবার যে ঝলক দেখে চোখ ভিজেছে ভক্তমহলের। আগামী ২৫ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে মুক্তি পাবে 'ইক্কিস'। তবে সেই ছবি বড়পর্দায় দেখে যেতে পারলেন না ধর্মেন্দ্র। সেই শোক বুকে চেপেই অনুরাগীরা মুখিয়ে রয়েছেন বড়পর্দায় শেষবারের মতো ধর্মেন্দ্র ম্যাজিক দেখার জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জন্মদিনের চোদ্দো দিন আগেই ইহলোকের মায়াত্যাগ করে স্বর্গলোকের উদ্দেশে রওনা হলেন ভারতীয় সিনেদুনিয়ার কিংবদন্তি অভিনেতা।
  • ২৪ নভেম্বর, সোমবার 'হি ম্যানে'র প্রয়াণের দিনই নেটভুবনে চর্চিত অন্তিম সিনেমা 'ইক্কিস'-এর ট্রেলার। 
  • শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র।
Advertisement