সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অসুস্থতার পর সোমবার, ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে বলিউডে রীতিমতো শোকের ছায়া। সোমবার মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সম্প্রতি জানা গিয়েছিল যে, আগামী সপ্তাহে তাঁর পরিবারের তরফে আয়োজিত হবে একটি স্মরণসভা। তবে আগামী সপ্তাহ নয়। বৃহস্পতিবারই কিংবদন্তি ধর্মেন্দ্রর পরিবারের তরফে তাঁর ফিল্মি জীবনকে স্মরণে শ্রদ্ধায় উদযাপন করা হবে।
এদিন ধর্মেন্দ্রর পরিবারের তরফে একটি পোস্টার ভাগ করে নিয়ে এই নিয়ে জানানো হয়। সেখানে দেখা যাচ্ছে বলিউডের 'হিম্যান'র অল্প বয়সের ছবি, তাতে লেখা রয়েছে 'সেলিব্রেশন অফ লাইফ'। সেখানেই জানানো হয়েছে যে, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে, বিকেল ৫.৩০টা থেকে ৭.৩০টা পর্যন্ত পরিবার, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত হবে ধর্মেন্দ্রর স্মরণসভা (Dharmendra's Prayer Meet)।
উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। পরিবারের তরফে সেই জন্মদিন সমারোহে পালনের জন্য হচ্ছিল নানা তোড়জোড়। কিন্তু সোমবারে যেন মুহূর্তে পালটে গেল ছবিটা। ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে এবং তাঁর বাড়িতে দেখা করতে, পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়াতে পৌঁছন বলিউডের বহু বিশিষ্ট জন।সোমবার, ২৪ নভেম্বর প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হয় তাঁর শেষকৃত্য। উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের।
