সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ধুরন্ধর' ছবিতে তাঁরা মেয়ে ও বাবা। সেই 'অনস্ক্রিন' মেয়ের কাঁধেই কিনা চুমু খেলেন অভিনেতা রাকেশ বেদি! এমনটাই দাবি নেটিজেনদের। মাসখানেক আগে ছবির ট্রেলার লঞ্চের সময়ই এই দৃশ্য দেখা যায়। সেই থেকেই চলছে সমালোচনা। সত্যিই কি ৭১ বছর বয়সি রাকেশ চুম্বন করেছিলেন ২০ বছরের সারা অর্জুনের কাঁধে? অবশেষে মুখ খুলেছেন অভিনেতা।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাকেশকে বলতে শোনা যায়, ''সারার বয়স আমার বয়সের অর্ধেকেরও কম। ও আমার মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল। শুটিংয়ে যখনই আমাদের দেখা হত ও আমাকে আলিঙ্গন করত। যেরকম একজন কন্যা তার বাবার সঙ্গে দেখা হলে করে। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক। আর সেটা স্ক্রিনেও দেখা গিয়েছে। ওই ঘটনার দিনটাও তেমনই ছিল। লোকেরা কিন্তু আমাদের সম্পর্কটা বুঝতে পারেনি। আর তাই সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। যারা দেখছে তাদের দৃষ্টিশক্তির সমস্যা থাকলে আর আমি কী করতে পারি?''
বর্ষীয়ান রাকেশের পরিষ্কার দাবি, ''আমি কেন মঞ্চে সর্বসমক্ষে খারাপ মানসিকতা নিয়ে ওকে চুমু খেতে যাব? ওর মা-বাবাও সেখানে উপস্থিত ছিলেন। অথচ লোকেরা পাগলের মতো এসব বলছে। আসলে সোশাল মিডিয়ায় কোনও ইস্যু খাড়া করা ছাড়া কারও যেন কাজ নেই!'' তাঁর মতে পুরোটাই দৃষ্টিভ্রম। অন্যদিনের মতোই তিনি আলিঙ্গন করেছিলেন সারাকে। কিন্তু দূর থেকে মনে হয়েছে উনি অভিনেত্রীর কাঁধে চুম্বন করছেন। পুরো বিষয়টিকেই 'অর্থহীন' বলে উড়িয়ে দিচ্ছেন রাকেশ। ছবিতে প্রবীণ পাক রাজনীতিক জামিল জামিলির ভূমিকায় রাকেশের অভিনয় সকলের মন জিতেছে। তাঁর মেয়ে সারার চরিত্রটির নাম ইয়ালিনা জামিলি।
প্রসঙ্গত, বক্স অফিসে অব্যাহত 'ধুরন্ধর' ঝড়। মুক্তির দু'সপ্তাহের মধ্যে ছবির নেট কালেকশন দেশজুড়ে ৪৬০ কোটি। গ্রস কালেকশন ৫৫২ কোটি। বিশ্বজুড়ে তা ছাপিয়ে গিয়েছে ৭০০ কোটির অঙ্ক। এরকম চলতে থাকলে শিগগিরি ছবিটি আরও রেকর্ড গড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
