shono
Advertisement
Dipanwita Rakshit

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারলেন দীপান্বিতা, 'খুকুমণি'র পাত্রের পরিচয় জানেন?

পাত্র অভিনেত্রীর বহুবছরের প্রেমিক গৌরব দত্ত।
Published By: Arani BhattacharyaPosted: 08:39 PM Dec 16, 2025Updated: 08:39 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টুডিওপাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের বিয়ের। এই নিয়ে সেভাবে মুখ খোলেননি অভিনেত্রী। গুঞ্জনে প্রথমে সিলমোহর না দিলেও এবার লোকচক্ষুর আড়ালে সইসাবুদে বিয়েটা সেরেই ফেললেন তিনি। পাত্র অভিনেত্রীর বহুবছরের প্রেমিক গৌরব দত্ত। 

Advertisement

সোমবার, ১৫ ডিসেম্বর মনের মানুষের সঙ্গে খাতায়-কলমে আইনি বিয়েটা সেরে ফেলেছেন পর্দার 'খুকুমণি'। নিজের জীবনের বিশেষ এই দিনের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে দীপান্বিতা ক্যাপশনে লিখেছেন 'অফিসিয়ালি ম্যারেড'। করেছেন আংটি বদলও। সঙ্গে উল্লেখ করেছেন নিজের জীবনের বিশেষ এই তারিখটিও। ঘিয়ে রঙের শাড়ি ও পাঞ্জাবিতে এদিন সেজেছিলেন দীপান্বিতা ও গৌরব। মিনিমাল মেকআপ ও গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। মাথায় টানটান করে বাঁধা খোঁপায় গুঁজেছেন লাল গোলাপ।

পাত্র নাকি পেশায় পশু চিকিৎসক। পশুপ্রেমী দীপান্বিতা তাঁর কাছে নিজের পোষ্যদের চিকিৎসা করাতে নিয়ে যেতেন। সেই সূত্রেই নাকি দু’জনের আলাপ। তারপর বন্ধুত্ব ও প্রেম। দু’জনেই নাকি বাঁকুড়ার বাসিন্দা। শোনা যাচ্ছে, তাঁদের নাকি প্রায় চার বছরের পরিচয় তবে এক বছরের সম্পর্কে থাকার পর এবার আইনি বিয়ে সারবেন অভিনেত্রী। পরিবার ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতেই নাকি হবে সবটা।স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন দীপান্বিতা। তাঁর বিপরীতে দেখা যাবে শুভ্রজিৎ সাহাকে। ইতিমধ্যেই ধারাবাহিকের অন্যান্য চরিত্রদের লুক টেস্ট হয়েই গিয়েছে। শুটিং শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন। শুটিং শুরু হলে বাড়বে কাজের ব্যস্ততা। সেজন্যই নাকি চটজলদি আইনি বিয়ে সেরে ফেলতে চলেছেন অভিনেত্রী। যদিও এই নিয়ে এখনও কিছু জানাননি অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার, ১৫ ডিসেম্বর মনের মানুষের সঙ্গে খাতায়-কলমে আইনি বিয়েটা সেরে ফেলেছেন পর্দার 'খুকুমণি'।
  • নিজের জীবনের বিশেষ এই দিনের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে দীপান্বিতা ক্যাপশনে লিখেছেন 'অফিসিয়ালি ম্যারেড'।
  • করেছেন আংটি বদলও। সঙ্গে উল্লেখ করেছেন নিজের জীবনের বিশেষ এই তারিখটিও।
Advertisement