shono
Advertisement
Ankush-Oindrila

প্রেমের ফাঁদে পড়ে কাঁটা ফুটল অঙ্কুশের! কী কাণ্ড ঘটালেন ঐন্দ্রিলা?

নতুন বছরে ফের জুটি বাঁধছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
Published By: Arani BhattacharyaPosted: 06:33 PM Dec 16, 2025Updated: 06:52 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের ফাঁদে পড়ে রীতিমতো কাঁটা ফুটল অঙ্কুশ হাজরার। ভাবছেন এমনটা ঘটল কীভাবে? এরকম হলে ঐন্দ্রিলারই বা কী হল? তাহলে শুনুন, এসব রিয়েল লাইফের কোনও ঘটনা নয় এ হল রিল লাইফের ঘটনা। কথা হচ্ছে অঙ্কুশের, 'নারী চরিত্র বেজায় জটিল' ছবির।

Advertisement

এই ছবিতেই ফের জুটি বাঁধবেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। নতুন বছরেই মুক্তি পাবে 'নারী চরিত্র বেজায় জটিল'। কমেডিতে ভরপুর এই ছবির প্রচার ঝলক বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে যা দেখে রীতিমতো হেসে খুন হয়েছেন দর্শক। এবার সামনে এল ছবির গান 'কাঁটা ফুটেসে' বিদেশের মাটিতে হয়েছে ছবির এই গানের শুটিং। এই গানে ক্যামেরার সামনে জমিয়ে রোম্যান্স করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা সে কথা বলাই বাহুল্য। ছবির নতুন এই গানটি কম্পোজ করেছেন বি শো। আর গেয়েছেন রুবাই এবং বি শো নিজে। 'কাঁটা ফুটেসে' মুক্তি পেতেই নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার বলছেন যে, নতুন বছরে ফেলে আসা দিনের বাংলা ছবির ভাইবস ফিরিয়ে দিয়েছেন অঙ্কুশ।

নতুন গান মুক্তি পেতেই সংবাদমাধ্যমকে এই নিয়ে অঙ্কুশ বলেছেন, "এই গানটা অনেকটা নতুনের মোড়কে পুরনোকে ফিরিয়ে দেওয়ার মতো। দর্শক এই ছবি দেখে পুরন দিনে ফিরে যেতে পারবেন। বাংলা হবির রঙিন সেই দৃশ্য ফিরে আসবে। পুরোদস্তুর বাণিজ্যিক বাংলা ছবির স্বাদ ফিরে আসবে আশা রাখছি। দর্শকের ভাল লাগবে বলেই ধারণা।' ছবিতে অঙ্কুশ, ঐন্দ্রিলা ছাড়াও রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, নবনীতা মালাকার, সোহিনী সেনগুপ্ত, সোহাগ সেন প্রমুখ। আগামী ৯ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement