shono
Advertisement
Anuradha-Debdatta

এবার হিন্দি সিরিজে মুখ্য চরিত্রে অনুরাধা-দেবদত্ত! কোন চরিত্রে দেখা যাবে তাঁদের?

২০২৬ সালের শুরুতেই এই সিরিজ মুক্তি পাবে বলেই খবর।
Published By: Arani BhattacharyaPosted: 08:51 PM Dec 16, 2025Updated: 08:51 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় জগতে পা রেখেছেন বেশ অনেক বছর হল। কিন্তু এই বছরটা তাঁর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। চলতি বছরে তাঁর ছবি 'ডিপ ফ্রিজ' জাতীয় পুরস্কার পেয়েছে। একইসঙ্গে সমানতালে ছোটপর্দাতেও কাজ করছেন অনুরাধা। এবার শুরু হল তাঁর জীবনের আরও এক নতুন দিক। এবার হিন্দি সিরিজের মুখ্য চরিত্রে অনুরাধা অভিনয় করবেন বলেই খবর। 

Advertisement

তবে এখানেই চমকের শেষ নয়, শোনা যাচ্ছে যে, অনুরাধার বিপরীতে এই সিরিজে দেখা যাবে টলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা দেবদত্ত দত্তকে। উল্লেখ্য, অনুরাধা এর আগে বলিউডে কাজ করলেও দেবদত্ত এই প্রথম হিন্দিতে কাজ করছেন। টলিউডের এই দুই অভিনেতা-অভিনেত্রী ছাড়াও রয়েছেন অক্ষয় কাপুর ও বলিউডের আরও অনেকে। ইতিমধ্যেই নাকি শেষ হয়েছে এই সিরিজের শুটিং। নতুন বছরে অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই এই সিরিজ মুক্তি পাবে বলেই খবর। এই সিরিজের হাত ধরেই নতুন জুটি পেতে চলেছেন দর্শক।

বলিউড ছাড়াও টলিউডে একের পর এক কাজ করে চলেছেন দেবদত্ত। এর আগে হইচইইয়ের জনপ্রিয় দুই সিরিজে অভিনয় করেছেন দেব্দত্ত। 'ইন্দুবালা ভাতের হোটেল' ও 'তালমার রোমিও জুলিয়েট' সিরিজে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। আগামীতে রাজ চক্রবর্তীর 'হক কলরব' ছবিতেও দেখা যাবে দেবদত্তকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই সিরিজের হাত ধরেই নতুন জুটি পেতে চলেছেন দর্শক।
  • চলতি বছরে তাঁর ছবি 'ডিপ ফ্রিজ' জাতীয় পুরস্কার পেয়েছে। একইসঙ্গে সমানতালে ছোটপর্দাতেও কাজ করছেন অনুরাধা।
  • বলিউড ছাড়াও টলিউডে একের পর এক কাজ করে চলেছেন দেবদত্ত।
Advertisement