সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর চলচ্চিত্রময় জীবন। একের পর এক ছবিতে নিজেকে একটু একটু করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তিনি বলিউডের ভাইজান সলমন খান। তাঁর তুলনা তিনি নিজেই। বড়পর্দা থেকে ছোটপর্দা সর্বত্রই তাঁর দাপট। কিন্তু সেসবের পরেও কিন্তু সেসবের পরও ভাইজান এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করলেন যে তিনি নাকি একেবারেই অভিনয় পারেন না। শুধু তাই নয় সম্প্রতি এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অকপটে সলমন বলেন, 'অভিনয় ঠিকমতো আমি পারি না।' আর তাঁর এই মন্তব্যে রীতিমতো স্তম্ভিত তাঁর অনুরাগীরা। হঠাৎ কেন এই মন্তব্য করলেন নিজের সম্পর্কে সলমন?
ওই চলচ্চিত্র উৎসবে সলমন নিজেকে একপ্রকার যেন উপহাস করেই বলেন, "পর্দায় দর্শক আমাকে কাঁদতে দেখলেই হাসেন।" এমনকী তিনি এও বলেন যে, "আমি কখনও অভিনয় করার চেষ্টাই করিনি। স্বতঃস্ফূর্তভাবে যেটা ভেতর থেকে আসে সেটাই ফুটিয়ে তুলি।" সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারেও সলমন এই বিষয়টি তুলে ধরেছিলেন। বলেছিলেন, "আমার মনে হয় না আমি দারুন একজন অভিনেতা। আপনি আমাকে অনেক কিছুই করতে দেখবেন কিন্তু অভিনয় আমার দ্বারা হয় না একেবারেই। যা অনুভব করি সেটাই ক্যামেরার সামনে তুলে ধরি। ব্যস, এটুকুই। আমি স্রোতে গা ভাসিয়ে যেতেই পছন্দ করি। আপনি তা কখনও আমাকে অভিনয় করতে দেখবেন না।"
ওই সাক্ষাৎকারে মঞ্চের ওপারে থাকা দর্শকের উদ্দেশ্যে নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভাইজান প্রশ্ন ছুড়ে বলেন, "কী? তাই তো?" তাঁর প্রশ্নের উত্তরে তাঁর অনুরাগীরা সমস্বরে বলে ওঠেন, "না একদইমই না। আপনার অভিনয় আমাদের সবসময় ভালো লাগে।" এর পরিপ্রেক্ষিতে সলমন আরও বলেন, "আমার অভিনয় না পারার বিষয়টি আরও প্রকট হয় যখন আমি পর্দায় কোনও দৃশ্যে কাঁদার চেষ্টা করি। আমি ঠিকমতো কাঁদতে পারি না। আর আমাকে কাঁদতে দেখলেই দর্শকের আরও বেশি হাসেন।"
