সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিস কাঁপাচ্ছে 'ধুরন্ধর'। ছবির গান থেকে সংলাপ, সব কিছু নিয়েই চলছে তুমুল আলোচনা। এসবের মাঝেই নেটিজেনরা, মূলত বঙ্গভাষীদের বিস্ময়, ছবিতে কেন বাজানো হল 'টুনির মা'! সঞ্জয় দত্ত অভিনীত এসপি চৌধুরী আসলামের এন্ট্রি সিনে সুপারহিট বাংলা গানটির আবহ বেজে উঠেছে। যদিও গানটি হিন্দি গান। প্রশ্ন জাগছে, ব্যাপারটা কী?
আসলে ছবিতে যে গানটি শোনা গিয়েছে সেটা পাকিস্তানি গায়ক হাসান জাহাঙ্গিরের 'হাওয়া হাওয়া'। ১৯৮৭ সালে পাক পপ সিঙ্গারের গানটি কেবল সেদেশেই নয়, এদেশেও প্রবল জনপ্রিয় হয়েছিল। জনপ্রিয় হয়েছিল বাংলাদেশেও। প্রবল খ্যাতি পাওয়া সেই সুর পরে বলিউডের ছবি 'আগ কা গোলা'-তেও ব্যবহৃত হয়েছিল। অনেক পরে, ২০০৯ সালে সেই প্রচণ্ড জনপ্রিয় টিউনটি ব্যবহার করে তৈরি হয় বাংলা গান 'টুনির মা'। গায়ক প্রমিত কুমারই গানটি লেখেন ও সুর দেন। সেই গানটিও লোকের মুখে মুখে ফিরতে থাকে। ২০২৪ সালে তিনি গানটির নতুন কম্পোজিশন বাজারে এনেছিলেন। আর ২০২৫ সালেও ফের মুক্তি পেয়েছে গানটি। বলাই বাহুল্য, দেড় দশকে এই গানটির জনপ্রিয়তা কমার নাম নেই। বরং তা বেড়েই চলেছে।
আজকের প্রজন্মের কাছে তাই এই গানটি 'হাওয়া হাওয়া' থেকে অনুপ্রাণিত গান হয়েও 'মৌলিক' হয়ে উঠেছে। তাই ছবিতে গানটির আসন ভার্শান শুনেও যে 'টুনির মা'-ই মনে পড়বে সেটাই স্বাভাবিক। বলে রাখা ভালো, হাসান জাহাঙ্গিরের গানটিও কিন্তু মৌলিক নয়। তা আসলে গত শতকের সাতের দশকের বিখ্যাত পার্সি গান 'হাভার হাভার'-এর নকল!
'ধুরন্ধর' ছবিতে কেবল 'হাওয়া হাওয়া' নয়, 'রাম্বা হো হো' কিংবা 'মণিকা ও মাই ডার্লিং'-এর মতো একসময়ের সুপারহিট গান ব্যবহার করা হয়েছে। সব ক'টি গানই ছবিতে যেভাবে প্রয়োগ করা হয়েছে তা মন জিতেছে দর্শকদের।
