shono
Advertisement
Uorfi Javed

শাহরুখের অর্ধেক সম্পত্তি চান উরফি! কিন্তু কেন?

এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সোশাল মিডিয়া স্টার।
Published By: Suparna MajumderPosted: 02:56 PM Aug 25, 2024Updated: 04:08 PM Aug 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি জাভেদ (Uorfi Javed)। তাঁকে নিয়ে তর্ক হতে পারে, হতে বিতর্ক। তবে উপেক্ষা করার উপায় নেই। এবার শাহরুখ খানের অর্ধেক সম্পত্তি দাবি করে বসলেন সোশাল মিডিয়া স্টার। এমনই খবর শোনা যাচ্ছে।

Advertisement

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নাকি শাহরুখের নামটি নিয়েছেন উরফি। তাঁর খ্যাতির চাহিদা কি কোনওদিন মিটবে? এই প্রশ্ন করা হয়েছিল। তার জবাবেই উরফি বলেন, "আমার মাপকাঠি শাহরুখ খান (Shah Rukh Khan)। যেদিন আমার মনে হবে আমি আমার ফিল্ডের শাহরুখ সেদিন থামব।" এর পরই তারকার কাছে জানতে চাওয়া হয় যদি কিং খান কোনওদিন তাঁকে একটু গতি কমাতে বলেন তাহলে কী করবেন? এতেই উরফির জবাব, "শাহরুখ খান যদি তাঁর অর্ধেক সম্পত্তি দিয়ে দেন তাহলে কেন করব না? আমি তখন অবসরও নিয়ে নিতে পারব।"

[আরও পড়ুন: ‘আমার কেউ নেই যে একটা ফোন করবে…’, বলিউডে ‘বহিরাগত’ হওয়ার কষ্ট আজও কৃতীর মনে?]

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

সোশাল মিডিয়া স্টার জানান, তিনি যে কাজটা করেন তা করার জন্য একটা 'এক্স ফ্যাক্টর' লাগে। সেই সঙ্গে প্রয়োজন ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাই উরফিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। তর্ক-বিতর্ক যাই হোক, কোনও কিছুর পরোয়া না করেই নিজের কাজ চালিয়ে যেতে চান উরফি। তাঁর মতো যদি কেউ এই কাজটি করে দেখাতে পারেন তিনি খুশিই হবেন বলেও জানান।

[আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি থেকে পদত্যাগ রঞ্জিতের! শ্রীলেখার হেনস্তার অভিযোগের জের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উরফির কাছে জানতে চাওয়া হয় যদি কিং খান কোনওদিন তাঁকে একটু গতি কমাতে বলেন তাহলে কী করবেন?
  • তারকার জবাব, “শাহরুখ খান যদি তাঁর অর্ধেক সম্পত্তি দিয়ে দেন তাহলে কেন করব না? আমি তখন অবসরও নিয়ে নিতে পারব।”
Advertisement