সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুয়ার্সের চালসায় অনুরাগ বসু। কখনও পাহাড় আবার কখনও সমতলের জঙ্গলে ক্যামেরা ঘুরিয়ে লোকেশন যাচাই করে নিচ্ছেন বলিউড পরিচালক। এদিকে অনুরাগ বসুর শুটিংয়ের কথা শুনে টিয়াবনের সামনে জাতীয় সড়কে গাড়ির ভিড়। 'আশিকি ৩'র রেইকি নিয়ে এমনই টুকরো চিত্র উঠে এল উত্তরবঙ্গ থেকে।

বৃষ্টিভেজা রাতে এক পোশাকের তলায় রাহুল-আরোহীর সেই রোম্যান্টিক দৃশ্য কার না মনে পড়ে? এক নিমেষে চোখের সামনে ভেসে ওঠে সেলুলয়েডের সেই দৃশ্য। ‘আশিকি টু’তে আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর জুটি সেবার সুপারহিট হয়েছিল। এবার সিক্যুয়েলের পালা। অনেকদিন ধরেই ‘আশিকি থ্রি’ সিনেমার কথা শোনা যাচ্ছিল বলিউডের অন্দরে। অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু হবে হবে করেও সিনেমার শুটিং শুরু হচ্ছিল না। এবার সেই অনিশ্চয়তা শেষ। পরিচালক অনুরাগ বসু মার্চ মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা ঘোষণা করেছিলেন। প্রতিশ্রুতি মাফিক পরিচালক রেইকি করতে পৌঁছে গিয়েছেন ডুয়ার্সে।
চালসায় অনুরাগ বসু
জানা গেল, সিকিম, দার্জিলিং-সহ ডুয়ার্সের একাধিক জায়গায় 'আশিকি ৩' ছবির শুটিং হবে খুব শিগগিরি। লোকশন চূড়ান্ত করার জন্য গত সাত দিন আগেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন অনুরাগ বসু। সোমবার চালসার অনতিদূরেই টিয়াবনের জঙ্গলে দেখা গেল সদলবলে ক্যামেরায় চোখ রেখে লোকশন পরখ করছেন পরিচালক। এদিকে বলিউড সিনেমার শুটিং হওয়ার কথা শুনে স্থানীয়রা বেশ উচ্ছ্বসিত। আশায় দিন গুনছেন কবে কার্তিক আরিয়ান আসবেন শুটিং করতে? সূত্রের খবর, এপ্রিল মাসের শেষের দিকে বলিউড তারকারা ভিড় জমাবেন ডুয়ার্সে।
রবিবার সন্ধেয় উপর চালসার এক পাঁচতারা হোটেলে মাটিয়ালি পঞ্চায়েতের তরফে বলিউড পরিচালক অনুরাগ বসুকে সংবর্ধনা জানানো হয়। কোনওরকম তারকাসুলভ হাবভাব নেই। সাদামাটাভাবেই আলাপচারিতা সারেন অনুরাগ। এই অবশ্য প্রথম নয়, উত্তরবঙ্গের আটঘাঁট তাঁর ভালোই জানা। এর আগে রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে 'বরফি' ছবির শুটিং করেছিলেন দার্জিলিংয়ে। এবার 'আশিকি ৩' ছবির পালা। এদিকে বলিউড সিনেমার শুটিং হওয়ার কথা শুনে পর্যটন শিল্পের উন্নয়নের আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা।