shono
Advertisement
Shah Rukh Khan-Dua Lipa

ডুয়া লিপার কণ্ঠে 'বাদশা' শাহরুখের গান! ভিডিও দেখে উচ্ছ্বসিত সুহানা

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।
Published By: Suparna MajumderPosted: 11:28 AM Dec 01, 2024Updated: 11:28 AM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ম্যাজিক বলে কথা! এদেশ তো বটেই, বিদেশেও বাদশার অনুরাগীর সংখ্যা কম নয়। এই তালিকায় তারকারাও রয়েছেন। তাই তো ভারতবর্ষে কনসার্ট করতে এসে ডুয়া লিপা গাইলেন শাহরুখের গানের 'ম্যাশআপ'। তাতেই উচ্ছ্বসিত বাদশাকন্যা সুহানা খান।

Advertisement

ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার সারা বিশ্বে জনপ্রিয়তা। সাতটি ব্রিট অ্যাওয়ার্ডের পাশাপাশি তিনটি গ্র্যামি পুরস্কার রয়েছে তারকার ঝুলিতে। ভারতে লিপা আসেন জোমাটো ফিডিং ইন্ডিয়া কনসার্টের জন্য। শনিবার মুম্বইয়ে তাঁর পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকা গিয়েছিলেন। মঞ্চে ডুয়া লিপার শাহরুখ স্পেশাল পারফরম্যান্সের সাক্ষী থাকলেন সকলেই।

আসলে ডুয়ার গান 'লেভিট্যাটিং'-এর সঙ্গে শাহরুখের 'বাদশা' সিনেমার 'ওহ লড়কি' গানটি মিশিয়ে 'ম্যাশআপ' তৈরি করা হয়েছিল। তা সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠেন ব্রিটিশ পপ তারকা। সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর শাহরুখকন্যা সুহানা নিজের ইনস্টা স্টোরি হিসেবে শেয়ার করেছেন। ডুয়া লিপা ও শাহরুখের নাম পাশাপাশি লিখে মাঝে ভালোবাসার ইমোজি ও শেষে ভারতীয় পতাকার ইমোজি দিয়েছেন সুহানা।

এর আগে যখন ভারতে এসেছিলেন শাহরুখের সঙ্গে দেখাও করেছিলেন ডুয়া লিপা। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে শাহরুখ লিখেছিলেন, 'আমি নতুন নিয়মে বাঁচার সিদ্ধান্ত নিয়েছিল, আর তা শেখার জন্য ডুয়া লিপার থেকে ভালো আর কেইবা হতে পারে? অসম্ভব ভালো, সুন্দর এক মহিলা, আর কী সুন্দর গান গাইতে পারেন। অনেক অনেক ভালোবাসা রইল। ডুয়া, যদি পারো তাহলে মঞ্চে সেই নাচের স্টেপ করো যা আমি তোমাকে শিখিয়েছি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডুয়া লিপার গান 'লেভিট্যাটিং'-এর সঙ্গে শাহরুখের 'বাদশা' সিনেমার 'ওহ লড়কি' গানটি মিশিয়ে 'ম্যাশআপ' তৈরি করা হয়েছিল।
  • কনসার্টের মাঝে সেই গানটি গেয়ে ওঠেন ব্রিটিশ পপ তারকা। সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন।
Advertisement