shono
Advertisement
Fatima Sana Shaikh

বিজয় ভার্মার সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝে ইঙ্গিতবাহী বার্তা, এ কী বললেন ফতিমা সানা শেখ?

তামান্না ভাটিয়ার পর নাকি ফতিমাতেই মন মজেছে অভিনেতা বিজয় ভার্মার।
Published By: Sayani SenPosted: 06:56 PM Jun 25, 2025Updated: 06:56 PM Jun 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসে মুক্তি পাচ্ছে দু'টি ছবি। বেশ ব্যস্ত শিডিউল। তবে শোনা যাচ্ছে, ব্যস্ততা সামলেও নাকি প্রেমে রয়েছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। তামান্না ভাটিয়ার পর নাকি ফতিমাতেই মন মজেছে অভিনেতা বিজয় ভার্মার। এই কানাঘুষোয় যদিও সিলমোহর দেননি ফতিমা কিংবা বিজয় কেউই। তার মাঝে ইঙ্গিতবাহী মন্তব্য অভিনেত্রীর।

Advertisement

বুধবার 'আপ য্য়ায়সে কোই' ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে যোগ দেন ফতিমা। প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। সত্যি তিনি প্রেম করছেন কিনা, সে বিষয়ে কিছু বলেননি। তবে অভিনেত্রীর দাবি, প্রেম করার মতো ভালো ছেলে নাকি তাঁর জীবনে নেই। একমাত্র রিল লাইফে ভালো প্রেমিক পেয়েছেন।

'লাস্ট স্টোরিজ ২' ছবিতে তামান্না ভাটিয়ার সঙ্গে কাজ করেছেন বিজয় ভার্মা। শোনা গিয়েছে, সেই সময় নাকি সম্পর্কে জড়িয়েছিলেন দু'জনে। প্রায় বছর দুয়েক সম্পর্ক ছিল তাঁদের। গত ২০২৩ সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রেমের সম্পর্কে সিলমোহরও দেন। তবে চলতি বছরে মার্চে নাকি বদলে যায় সম্পর্কের রসায়ন। দু'জনের সম্মতিতেই নাকি প্রেমের সম্পর্ক ভেঙে যায়। জীবনের পথ আলাদা হয়ে যায় তাঁদের। তারপরই নাকি বিজয়ের জীবনে ফতিমা সানা শেখের আগমন। সম্প্রতি নানা জায়গায় নাকি একসঙ্গে দেখাও যাচ্ছে তাঁদের। পাপ্পারাজ্জির ক্যামেরায় সম্প্রতি 'কোয়ালিটি টাইম' কাটানোর ছবিও ধরা পড়েছে। দেখা গিয়েছে, তাঁরা একসঙ্গে হাসছেন। আবার একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে। তারই মাঝে ফতিমা সানা শেখের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই চলছে জোর কাটাছেঁড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যস্ততা সামলেও নাকি প্রেমে রয়েছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ।
  • তামান্না ভাটিয়ার পর নাকি ফতিমাতেই মন মজেছে অভিনেতা বিজয় ভার্মার।
  • এই কানাঘুষোয় যদিও সিলমোহর দেননি ফতিমা কিংবা বিজয় কেউই। তার মাঝে ইঙ্গিতবাহী মন্তব্য অভিনেত্রীর।
Advertisement