shono
Advertisement
Fawad Khan Operation Sindoor

'ইনশাআল্লা! আগুনে ঘি ঢালবেন না', অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তানেই বয়কটের মুখে ফাওয়াদ

কী এমন বললেন পাকিস্তানি সুপারস্টার যে নিজের দেশেই রোষানলে পড়তে হল?
Published By: Sandipta BhanjaPosted: 06:34 PM May 07, 2025Updated: 06:34 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে 'সিঁদুরে মেঘ' দেখছে পাকিস্তান। কথায় বলে, ‘ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়’। একে নিজেদের দেশের সেনাবাহিনির কর্মকাণ্ডে ওষ্ঠাগত প্রাণ, উপরন্তু মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁও সন্ত্রাসের পালটা ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), দুয়ে মিলে পাকনাগরিকদের ত্রাহি ত্রাহি পরিস্থিতি! এমন আবহেই বৈসরন উপত্যকার সন্ত্রাসে সরব হওয়া পাক মুলুকের সুপারস্টার ফাওয়াদ খান পাকিস্তানে হামলার তীব্র নিন্দা করে পাক নাগরিকদের বিতর্কিত কথা বলে উত্তেজনা না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আর তাতেই বিপাকে পড়তে হল অভিনেতাকে। পোস্ট ভাইরাল হতেই নিজের জন্মভূমিতে কিনা বয়কটের মুখে ফাওয়াদ!

Advertisement

ফের বিতর্কের শিরোনামে ফাওয়াদ খান। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। আর সেই অপারেশন সিঁদুরের জেরেই ত্রাহি ত্রাহি পরিস্থিতি পাক মুলুকে। এমন আবহেই ফাওয়াদ নাকি তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। যেখানে লেখা- 'এই লজ্জাজনক হামলায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। নিহতদের আত্মার শান্তি কামনা করি। তাঁদের কাছের মানুষকে এই সময় আল্লা শক্তি দিন। তবে সকলের কাছে আমার একটাই আর্জি- এমন উত্তপ্ত আবহে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢালবেন না। এই কঠিন সময়ে সকলের মধ্যে সুবুদ্ধি বিরাজ করুক। ইনশাআল্লাহ! পাকিস্তান জিন্দাবাদ।' এবার প্রশ্ন পাকিস্তানের জয়গান গেয়েও কেন নিজের দেশে রোষানলে পড়লেন ফাওয়াদ? আসলে তাঁর পোস্টে দেওয়া পরামর্শ অনেকে ভালো মনে নেননি। পাক নাগরিকদের একাংশের ধারণা ভারতে সিনেমা রিলিজ করাতেই নাকি বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অভিনেতা!

কথা ছিল, ৯ মে ভারতে ফাওয়াদের 'আবির গুলাল' রিলিজ করবে। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসের জেরে পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খানকে বয়কটের ডাক ওঠে নেটপাড়াজুড়ে। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। তার জেরেই ভারতে 'আবির গুলাল' মুক্তি আটকাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে বলিউডের ফিল্ম সংগঠনগুলি। ভারতের রোষানলে আগেই পড়েছিলেন, এবার নিজের দেশেও সমালোচিত ফাওয়াদ খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফাওয়াদ খান পাকিস্তানে হামলার তীব্র নিন্দা করে পাক নাগরিকদের বিতর্কিত কথা বলে উত্তেজনা না বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
  • পোস্ট ভাইরাল হতেই নিজের জন্মভূমিতেই কিনা বয়কটের মুখে ফাওয়াদ!
Advertisement