সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে দুই সুপারস্টারকে একফ্রেমে দেখেছিলেন দর্শক। সৌজন্য়ে অ্যাটলি পরিচালিত ছবি 'জওয়ান'। যে ছবি মাত্র কয়েক দিনেই বক্স অফিসে ঝড় তুলেছিল। তারপরেই সলমন খানকে নিয়ে নতুন ছবির পরিকল্পনা করেন পরিচালক। ইন্ডাস্ট্রির অন্দরের খবর সেই সেই ছবির ভবিষ্যৎ অনিশ্চিত। আপাতত স্থগিত ছবির কাজ।
কিন্তু এমন কী ঘটল যে আপাতত ছবির শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন পরিচালক?শোনা যাচ্ছে, সলমনের বাবার চরিত্রে অভিনয়ের জন্য রজনীকান্তকে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে নায়কের একটি ডেটও ফাঁকা নেই। তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। 'কুলি','জেলার ২'-এমন বেশ কিছু ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ২০২৬ সাল পর্যন্ত কোনও তারিখ ফাঁকা নেই। ফলে অ্যাটলির নতুন ছবির শুটিং এখন বিশ বাঁও জলে।
উল্লেখ্য, বলিউড মাধ্যম সূত্রে খবর, গত বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। সলমন খানকে দর্শকরা আগে কখনও এভাবে দেখেননি। '
অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন ভাইজান। যেহেতু অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হচ্ছে, তাই আপাতত চিত্রনাট্যে শাণ দিতে ব্যস্ত পরিচালক। ২০২৫ সালের গ্রীষ্মকালে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রাখলে এই ছবির শুটিং যে কবে শুরু হবে তা বলা খুবই কঠিন।
