shono
Advertisement

‘ঘুমর’ দেখে সোজা নায়িকা সায়ামি খেরের কাছে শচীন, কী করলেন মাস্টারব্লাস্টার? দেখুন

স্ত্রী অঞ্জলিকে নিয়েই 'ঘুমর' দেখতে গিয়েছিলেন শচীন।
Posted: 10:43 AM Aug 23, 2023Updated: 10:47 AM Aug 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ঘুমর’ (Ghoomer)। অভিষেক বচ্চনের পাশাপাশি ছবির জন্য প্রশংসা পেয়েছেন সায়ামি খেরও (Saiyami Kher)। এবার খোদ ‘ক্রিকেট ঈশ্বর’-এর প্রশংসা পেলেন অভিনেত্রী। ছবি দেখেই সোজা সায়ামির কাছে পৌঁছে গিয়েছিলেন শচীন।

Advertisement

‘ঘুমর’ সিনেমায় ক্রিকেটের সংগ্রামের গল্প বলেছেন পরিচালক আর বালকি। আর এ সংগ্রাম আনিনার (সায়ামি)। প্রতিভাবান ক্রিকেটার আনিনা। আচমকা দুর্ঘটনায় নিজের ডান হাতটি হারায়। মানসিক অবসাদে আত্মহত্যা করতে চায় সে। সেখান থেকেই তাঁকে নতুন সংগ্রামের পথ দেখায় অভিষেক বচ্চন। কোচ হয়ে তাঁকে দেশের জন্য খেলার স্বপ্ন দেখায়। তাও আবার বাম হাতের ভেলকিতে। ছবিতে অভিষেক, সায়ামি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমি, অঙ্গদ বেদী, নাসির খান, গুণীত সান্ধু।

[আরও পড়ুন: ‘টাইগার ৩’র গুরুত্বপূর্ণ দৃশ্য ফাঁস, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল]

স্ত্রী অঞ্জলিকে নিয়েই ‘ঘুমর’ দেখতে গিয়েছিলেন শচীন। তারপর সায়ামির সঙ্গে পৌঁছে যান নেটে। একহাতে কীভাবে বল করেছেন নায়িকা তা সামনা-সামনি দেখাতে বলেন। একটু নার্ভাস হলেও বেশ ভালই বল করেন সায়ামি। শচীন জানান, প্রায় এক বছর নিজের একহাত ভাজ করে রেখেছিলেন অভিনেত্রী। এমনটা করতে গলে প্রচুর ব্যথা সহ্য করতে হয়।

মাস্টার ব্লাস্টারের ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন সায়ামি। শচীনকে নিজে শিক্ষক, অনুপ্রেরণা, নায়ক হিসেবে ব্যাখ্যা করেন তিনি। কীভাবে খেলার সময় ‘শচীন শচীন’ বলে চিৎকার করতেন তাও জানান। সায়ামি লেখেন, “যখন অভিনয় শুরু করেছিলাম বন্ধুরা বলত যা মন দিয়ে অভিনয় কর একদিন শচীন তোর সিনেমা দেখবে। তাই-ই হল। আমি যখন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করলাম ক্রিকেট ইশ্বর দেখলেন। আমার বোলিং করতে বললেন। স্বপ্ন সত্যি হল।”

[আরও পড়ুন: ‘আগে যখন এমন কথা বলেছিল…’, করণ জোহরের ‘এমার্জেন্সি’ প্রশংসা নিয়ে মুখ খুললেন কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement