shono
Advertisement
Akshay Khanna

ভাঙেন চুক্তি, অক্ষয়ের জন্য বন্ধ হয় শুটিংও! 'দৃশ্যম ৩' বিতর্কের মাঝেই 'খলনায়কে'র নয়া কীর্তি ফাঁস

Drishyam 3 Controversy: ঠিক কী অভিযোগ অক্ষয়ের বিরুদ্ধে?
Published By: Arani BhattacharyaPosted: 02:30 PM Dec 31, 2025Updated: 04:08 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে 'বিজয় সালাগাঁওকার' পর্দায় আসার আগেই 'দৃশ্যম ৩' নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। 'ধুরন্ধর' সাফল্য মেলার পর এই ছবির শেষ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয়। অক্ষয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন ছবির প্রযোজক কুমার মঙ্গত। অক্ষয়ের এহেন আচরণ নিয়ে যখন সমালোচনায় মুখর হয়েছেন সকলে তখন অক্ষয়ের এমন ব্যবহার যে নতুন নয় তা জানালেন 'সেকশন ৩৭৫' ছবির চিত্রনাট্যকার মণীশ গুপ্ত। মণীশের ছবিতে এর আগে অভিনয় করতে গিয়েও একই পথে নাকি হেটেছিলেন অক্ষয়। অগ্রিম পারিশ্রমিক নিয়ে চম্পট দিয়েছিলেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে এই নিয়ে মুখ খোলেন মণীশ। ঠিক কী অভিযোগ আনেন তিনি অক্ষয়ের (Akshay Khanna) বিরুদ্ধে?

Advertisement

মণীশ বলেন, "২০১৭ সালে অক্ষয় আমার ছবি 'সেকশন ৩৭৫' চুক্তিবদ্ধ হন। এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক ছিলাম প্রথমে আমি। কুমার ম্নগত ছিলেন সেই ছবির প্রযোজক। ওই ছবিতে অভিনয়ের জন্য অক্ষয়ের পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল দু'কোটি টাকা। ছবির শুটিং শুরু করার আগে অগ্রিম একুশ লাখ টাকা নিয়েছিলেন অক্ষয়। কিন্তু তারপর হঠাৎ করেই তিনি উধাও হয়ে যান। শুধু তাই নয় আমাদের আরও একটি ছবি 'দ্য আক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবির জন্যও তিনি চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু সব ঠিক থাকার পর হঠাৎ করেই অক্ষয় আমার ছবিটির শুটিং শুরু না করে 'দ্য আকসিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবির শুটিং করতে লন্ডন চলে যান এবং আমার ছবিটির শুটিং ছ'মাস পিছিয়ে যায়।"

পরিচালক মণীশ গুপ্ত আরও বলেন যে, "লন্ডন থেকে শুটিং করে ফিরে অক্ষয় ২কোটি টাকা পারিশ্রমিক নিতে অস্বীকার করেন এবং তার বদলে ৩ কোটি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক হাঁকেন। তা পূরণ না হওয়ায় অক্ষয় ছবি থেকে সরে দাঁড়ান। এখানেই তাঁর দাবি শেষ হয়নি। অক্ষয়ের সমস্ত চাহিদা আমি পূরণ করতে অস্বীকার করায় ও চায় আমি যাতে ছবির পরিচালনা থেকে দরে দাঁড়াই। কারণ আমি সেই পরিচালক নই যে অভিনেতাদের সমস্ত দাবি মেনে নেব। তাই ও কুমার মঙ্গতকে সমানে উসকানি দিতে থাকে যাতে আমাকে পরিচালনা থেকে সরিয়ে দেওয়া হয়। কুমার মঙ্গত অক্ষয়ের সঙ্গে হাত মিলিয়ে আমাকে ছবি থেকে সরিয়ে দেন। আমার ওই ছবির জন্য তিন বছরের পরিশ্রম সব বৃথা যায়। আমি তখন অক্ষয়কে বলেছিলাম যে, আমি তোমাকে আইনের পথে হাঁটাব। আমি তা করেওছিলাম। কিন্তু কুমার আমার আইনজীবির সঙ্গে আদালতের বাইরেও বোঝাপড়া করে নয়। সঙ্গে নেয় অক্ষয়কে। আর আজ দেখুন ভাগ্যের কি পরিহাস, সেই অক্ষয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নিচ্ছেন কুমার মঙ্গত। কারণটাও প্রায় একই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরে 'বিজয় সালাগাঁওকার' পর্দায় আসার আগেই 'দৃশ্যম ৩' নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
  • 'ধুরন্ধর' সাফল্য মেলার পর এই ছবির শেষ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয়।
  • অক্ষয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন ছবির প্রযোজক কুমার মঙ্গত।
Advertisement