shono
Advertisement
Hiran Chatterjee

২৮ বছরের ছোট পাত্রীকে বিয়ে বাবা হিরণের, বিতর্কের মাঝেই বড় ঘোষণা মেয়ে নিয়াসার!

বাবার দ্বিতীয় 'বিবাহ অভিযান' নিয়ে কী বলছেন হিরণকন্যা নিয়াসা চট্টোপাধ্যায়?
Published By: Sandipta BhanjaPosted: 04:55 PM Jan 21, 2026Updated: 04:57 PM Jan 21, 2026

শহর থেকে দূরে একেবারে চুপিসারে বিয়ে করে শোরগোল ফেলে দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুর থেকেই সোশাল পাড়ার চর্চায় বিজেপির তারকা বিধায়কের দ্বিতীয় দাম্পত্য ইনিংস। পঁচিশ সালেই শোনা গিয়েছিল হিরণ চট্টোপাধ্যায়ের জীবনে উঁকি দিয়েছে নতুন বসন্ত! তবে তখন নেতা-অভিনেতার পাশে দেখা গিয়েছিল অন্য এক রহস্যময়ী নারীকে। যিনি খড়্গপুরের স্থানীয় বাসিন্দা। তবে হিরণ যে আঠাশ বছরের ছোট আপ্তসহায়কের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন, সেকথা কাকপক্ষীতেও টের পায়নি! অতঃপর মঙ্গলবার নেটভুবনে নিজেই বিয়ের খবর দিয়ে বোমা ফাটিয়েছেন বিজেপি বিধায়ক। প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়ে বিতর্কযজ্ঞে ঘৃতাহূতি করেছেন। এবার বাবার দ্বিতীয় 'বিবাহ অভিযান' নিয়ে মুখ খুললেন হিরণকন্যা নিয়াসা চট্টোপাধ্যায়।

Advertisement

হিরণ-অনিন্দিতার একমাত্র সন্তান নিয়াসা। বয়স ১৯। বাবা রাজনৈতিক ইনিংস শুরু করার পর খড়্গপুরে থাকাকালীনই যে তাঁর সঙ্গে দূরত্ব বেড়েছিল, ২০২২ সালে মা অনিন্দিতার এক ভাইরাল পোস্টেই তেমন ইঙ্গিত মিলেছিল। যেখানে লেখা ছিল, "বাবা সদ্যোজাত সন্তানকে রেখে চলে যেতে পারে। ২২ বছর পর বিয়ে-বউকে অপ্রয়োজনীয় মনে হতে পারে। এমনকী সন্তানের মানসিক অবস্থার প্রতিও উদাসীন হতে পারে…।" বিগত কয়েক বছরে টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যেত, স্ত্রী-সন্তানের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে হিরণের। মঙ্গলবার দুপুরের পর সেই ত্বত্ত্বে আর সন্দেহের কোন অবকাশ রইল না। গত চব্বিশ ঘণ্টায় গেরুয়া শিবিরের তারকা বিধায়কের দ্বিতীয় দাম্পত্য ইনিংস নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। বিশেষ করে, অনেকেই হিরণকে হিন্দু ম্যারেজ অ্যাক্টের কথা মনে করিয়ে দিয়েছেন। এমন আবহে নিজস্ব সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বড় ঘোষণা তারকা বিধায়কের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়ের।

হিরণের স্ত্রী-কন্যা, ছবি- ফেসবুক

বুধবার নিজস্ব সোশাল মিডিয়া অ্যাকাউন্টে মা অনিন্দিতার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন নিয়াসা। ক্যাপশনেই উল্লেখ, মা ছাড়া দ্বিতীয় কোনও ব্যক্তি তাঁর জীবনে এখন আর কোনও গুরুত্ব রাখে না। হিরণের একমাত্র কন্যাসন্তান লিখেছেন, 'যতদূর মনে পড়ে বহুদিন আমরা দুজনেই একে অপরের জন্য ছিলাম। আর মায়া-মমতা, ভালোবাসা দিয়ে তুমি প্রতিটি ভূমিকাই যত্ন নিয়ে পালন করেছ। তুমিই আমার মা, আমার বাবা, আমার পথপ্রদর্শক এবং আমার সবচেয়ে বড় সমর্থক। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তুমিই আমার জীবনের নায়ক মা।' হিরণকন্যা বর্তমানে মধ্য কলকাতার এক কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement