shono
Advertisement

Breaking News

Sonakshi Sinha

'জাহির ইকবালকে দেখে নেব...', বিয়ের পরই সোনাক্ষীর স্বামীকে হুমকি হানি সিংয়ের! কেন?

রবিবারই পাঞ্জাব থেকে মুম্বইতে উড়ে আসেন জনপ্রিয় তথা 'বিতর্কিত' ব়্যাপার হানি সিং।
Published By: Sandipta BhanjaPosted: 10:31 AM Jun 24, 2024Updated: 10:31 AM Jun 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত তখন দেড়টা। জাহির-সোনাক্ষীর (Sonakshi Sinha Zaheer Iqbal Reception) রিসেপশন ভেন্যু থেকে বেরিয়েই পাপারাজ্জিদের ছোটাছুটি দেখে চড়াও হলেন হানি সিং! তাঁর প্রশ্ন, "এত রাতে এখানে কী করছো?" এরপরই ক্যামেরার সামনে নবদম্পতির উদ্দেশে তিনি যা বললেন, তা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।

Advertisement

রবিবার সাতসকালেই মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল হানি সিংকে (Honey Singh)। উপলক্ষ বন্ধু সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) বিয়ে। আর এসেই গোটা অনুষ্ঠানের লাইমলাইট কেড়ে নিলেন দর্শক-শ্রোতাদের প্রিয় 'ইয়ো ইয়ো হানি সিং'। রবিবাসরীয় বিকেলে নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এই জাহির ইকবালের সঙ্গে কাগুজে বিয়ে সারেন সোনাক্ষী সিনহা। সাক্ষী শুধু দুই পরিবার এবং হাতে গোনা ক'জন ঘনিষ্ঠ। সাজপোশাকও ছিমছাম। রেজিস্ট্রি বিয়েতে উপস্থিত ছিলেন হানি সিংও। সোনাক্ষীর বহু পুরনো বন্ধু! সেই সূত্রেই ঘরোয়া অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় ছিলেন জনপ্রিয় ব়্যাপার। আবার সন্ধেবলা হাইপ্রোফাইল রিসেপশন ভেন্যু বাতিস্তাতেও হাজিরা দেন হানি সিং। পরনে নীল স্যুট। সাদা শার্ট। চোখে রঙিন চশমা। সবমিলিয়ে লুকে যেমন নজর টানলেন তেমনই তাঁর বডি ল্যাঙ্গুয়েজের ঝাঁজ টের পাওয়া গেল।

পাপারাজ্জির ক্যামেরার সামনে পুরোদস্তুর রসিক মেজাজে ধরা দিলেন হানি সিং। সপাটে প্রশ্ন ছুঁড়লেন- এত রাত হয়ে গিয়েছে, তাও তোমরা এখানে কেন? এরপরই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সিনহা পরিবারের জামাইয়ের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন হানি। বললেন, "সোনাক্ষীকে যদি খুশি না রাখে তাহলে জাহিরকে আমি দেখে নেব।" পুরো বিষয়টাই আসলে মজাচ্ছলে করেন তিনি। আর হানি সিংয়ের এমন রসিকতা দেখে নেটপাড়ার মন্তব্য, এই তো নেশার চরম পর্যায় পৌঁছে গিয়েছেন উনি। সকালেই অবশ্য ফটোশিকারিদের মুখোমুখি হয়ে বলেছিলেন, "সোনাক্ষীর বিয়েতে মদ্যপান না করেই নাচব আমি।" আর রিসেপশনের শেষে রাত-বিরেতে হানি সিংয়ের এমন রসিকতা দেখে নেটিজেনদের প্রশ্ন, "কথা খেলাপ করলেন নাকি?"

[আরও পড়ুন: গভীর রাতে সোনাক্ষীর রিসেপশনে ‘ঘটক’ সলমন! ‘দাবাং’ মেজাজে এন্ট্রি ‘চুলবুল পাণ্ডে’র, তারপর?]

জাহির-সোনাক্ষীর রিসেপশনে উপস্থিত ছিলেন কাজল, সলমন খান, রেখা, সঞ্জয় লীলা বনশালি, তাব্বু, অদিতি রাও হায়দরি এবং সিদ্ধার্থ, আদিত্য রায় কাপুর থেকে চাঙ্কি পাণ্ডে, অনিল কাপুররা। এমনকী শত্রুঘ্নকন্যাকে আশীর্বাদ জানাতে পৌঁছে গিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী সায়রাবানুও।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার সাতসকালেই মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল হানি সিংকে।
  • এসেই গোটা অনুষ্ঠানের লাইমলাইট কেড়ে নিলেন দর্শক-শ্রোতাদের প্রিয় 'ইয়ো ইয়ো হানি সিং'।
  • সবমিলিয়ে লুকে যেমন নজর টানলেন তেমনই তাঁর বডি ল্যাঙ্গুয়েজের ঝাঁজ টের পাওয়া গেল।
Advertisement