shono
Advertisement
Amitabh Bachchan

অমিতাভকে অদৃশ্য করতেই 'মিস্টার ইন্ডিয়া'র পরিকল্পনা! ফাঁস করলেন জাভেদ আখতার

১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল 'মিস্টার ইন্ডিয়া'।
Published By: Biswadip DeyPosted: 05:16 PM May 11, 2025Updated: 05:16 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল 'মিস্টার ইন্ডিয়া'। এইচ জি ওয়েলসের 'ইনভিজিবল ম্যান'-এর আদলটুকু নিয়ে তৈরি অদৃশ্য নায়কের দেখা সেই প্রথম পেল বলিউড। অনিল কাপুরকে দেখা গিয়েছিল সেই চরিত্রে। কিন্তু কেমন হত যদি অনিলের জায়গায় অমিতাভকে দেখা যেত ওই আইকনিক চরিত্রে? তেমন সম্ভাবনার কথাই জানিয়েছেন খোদ ছবির অন্যতম কাহিনিকার জাভেদ আখতার।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''প্রমোদ চক্রবর্তী একটি ছবির পরিকল্পনা করছিলেন। মনে হয় না ছবিটা আদৌ তৈরি হয়েছিল বলে। তবে সেই ছবির প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। সেই সময় তিনি শুটিংয়ে ব্যস্ত ইউরোপে। এদিকে ছবির মহরত হচ্ছে। সেখানে অমিতাভের রেকর্ড করা ভয়েস চালানো হয়েছিল। আর তা থেকেই আমার মাথায় আইডিয়া খেলে যায়। যাঁর কণ্ঠস্বর এত জনপ্রিয়, তাঁকেই বরং আমাদের ইনভিজিবল ম্যান হিসেবে বেছে নেওয়া যাক। খুব বেশি ডেটও দিতে হবে না।''

কিন্তু তা আর হয়নি। এরপরই সেলিম খান ও জাভেদ আখতারের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। এদিকে বনি কাপুর ছবির কাহিনি কিনে নেন। তিনি ঠিক করেন অনিল কাপুর ও শ্রীদেবীকে নিয়ে ছবিটি করবেন। পরিবর্তিত সেই পরিস্থিতিতে অমিতাভকে ছবিতে নেওয়ার পরিকল্পনার সমাপ্তি ঘটে তখনই।

উল্লেখ্য, 'মিস্টার ইন্ডিয়া' মুক্তির পরই সাড়া ফেলে দিয়েছিল। ছবির খলনায়ক মোগাম্বোর ভূমিকায় অমরীশ পুরী তাক লাগিয়েছিলেন। পাশাপাশি শ্রীদেবী কিংবা ছবির শিশু অভিনেতাদের নিয়েও চর্চা হয়েছিল। তবে আলাদা করে সকলকে অবাক করেছিল অদৃশ্য নায়কের কারসাজি। চমৎকার অভিনয় করেছিলেন অনিল কাপুর। তবে 'অদৃশ্য' অমিতাভের ব্যারিটোন ভয়েসে মিস্টার ইন্ডিয়াকে কথা বলতে শুনলে যে একেবারে অন্যরকম অভিজ্ঞতা হত তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল 'মিস্টার ইন্ডিয়া'। অনিল কাপুরকে দেখা গিয়েছিল সেই চরিত্রে।
  • কেমন হত যদি অনিলের জায়গায় অমিতাভকে দেখা যেত ওই আইকনিক চরিত্রে?
  • তেমন সম্ভাবনার কথাই জানিয়েছেন খোদ ছবির অন্যতম কাহিনিকার জাভেদ আখতার।
Advertisement